ভারত থেকে প্রায় দেড় কোটি টাকার বিস্ফোরকদ্রব্য আমদানি করেছে বাংলাদেশ

 

নিজেস্ব প্রতিনিধি :

১ কোটি ৫৩ লাখ টাকা মূল্যের ১১১ টন বিস্ফোরকদ্রব্য বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে আমদানি করা হয়েছে।

রোববার বিকাল  ৪টা ৩০মিনিটের দিকে দিনাজপুরের মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেডের জন্য ভারতের পেট্রাপোল স্থলবন্দর দিয়ে ৮টি ট্রাক  এ বিস্ফোরকদ্রবের নিয়ে বেনাপোল বন্দরে প্রবেশ করে।

বন্দরের ৩১ নম্বর ট্রান্সশিপমেন্ট ইয়ার্ড থেকে সোমবার (১৫/০৩/২১) পণ্যের চালানটি খালাস দেওয়ার কথা রয়েছে।

এদিকে এএস ইন্টারন্যাশনাল নামে সিঅ্যান্ডএফের এক এজেন্ট  বেনাপোল বন্দর থেকে বিস্ফোরকটির চালান খালাসের জন্য প্রয়োজনীয় কাগজপত্র কাস্টমসে দাখিল করেছেন । কাজ সম্পূর্ণ হলে ভারতীয় ট্রাক থেকে এসব বিস্ফোরকদ্রব্য খালাস করে বাংলাদেশি ট্রাকে নেওয়া হবে। পরে ট্রাকগুলো দিনাজপুরের উদ্দেশে বেনাপোল বন্দর থেকে ছেড়ে যাবে।

বেনাপোল স্থলবন্দরের ভারপ্রাপ্ত পরিচালক (ট্রাফিক) আবদুল জলিল জানান, রোববার বিকালে ১ কোটি ৫৩ লাখ টাকা মূল্যের ১১১ টন বিস্ফোরকদ্রব্য দিনাজপুরের মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেডের জন্য ভারত থেকে আমদানি করেছে।

এবং পণ্য গুলো যাতে দ্রুত খালাস নিতে পারেন তার সব ব্যবস্থা নেওয়া হয়েছে।

বন্দর সূত্র জানায়, ১ লাখ ২২ হাজার ৪৭২ ডলার মূল্যে ১১১ টন ওজনের বিস্ফোরকদ্রব্য দিনাজপুর মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেড ভারত থেকে আমদানি করছে, যা বাংলাদেশি টাকায় ১ কোটি ৫৩ লাখ দুই হাজার ৫৮২ টাকা।

এর আগে গত বছরের ৩০ ডিসেম্বর ১০ ট্রাকে ১২০ টন বিস্ফোরকদ্রব্য আমদানি করে প্রতিষ্ঠানটি।

এসএমজে/২৪/সা

Tagged