হোমনায় কাবাডি প্রতিযোগিতার উদ্বোধন

হোমনা প্রতিনিধি
কুমিল্লার হোমনায় ‘মুজিব বর্ষের অঙ্গিকার পুলিশ হবে জনতার’- স্লোগানে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে কাবাডি প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। বাংলাদেশ পুলিশ হোমনা থানার আয়োজনে আজ সোমবার বিকেলে আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে এর উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি থেকে সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরী এ প্রতিযোগিতার উদ্বোধন করেন।
হোমনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কায়েস আকন্দের সভাপতিত্বে উদ্বোধনী ম্যাচে বিশেষ অতিথি ছিলেন দাউদকান্দি সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আবু সালাম চৌধুরী। আরও উপস্থিত ছিলেন পৌর মেয়র অ্যাডভোকেট মো. নজরুল ইসলাম, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মহসিন সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান নাছিম আক্তার রীনা, পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আমিনুর রসুল, উপজেলা আ’লীগ সহ-সভাপতি ও সাবেক ভাইস চেয়ারম্যান মো. ফজলুল হক মোল্লা, সাংগঠনিক সম্পাদক শাহিনুজ্জামান খোকন, যুগ্ম সাধারণ সম্পাদক গাজী ইলিয়াস ও মো. সাদেক সরকার, পৌর আ’লীগ সভাপতি আনোয়ার হোসেন বাবুল, সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন, ছাত্রলীগ সভাপতি ফয়সাল সরকার, কুমিল্লা উত্তর জেলা জাতীয় শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক আকবর হোসেন সরকার প্রমুখ। কাবাডি প্রতিযোগিতায় উপজেলার ৯টি ইউনিয়ন ও একটি পৌরসভা থেকে ১০টি দল অংশগ্রহণ করছে।

Tagged