সৎ লোক আর প্রাতিষ্ঠানিক সুশাসনই উন্নত পুঁজিবাজারের পূর্বশর্ত

সৎ লোক আর প্রাতিষ্ঠানিক সুশাসনই উন্নত পুঁজিবাজারের পূর্বশর্ত

একটি প্রতিষ্ঠান শুধুই কাঠামো। সেটি তখনই পূর্ণাঙ্গ হয়ে উঠে যখন সেখানে ব্যক্তি বা মানুষ সক্রিয় হয়। সেখানে সততা আর সুশাসনের চর্চা হলেই কেবল সাফল্য আশা করা যায়। এটি পরীক্ষিত সত্য। আজকের মানুষের নতুন করে আগুনে হাত দিয়ে নিশ্চিত হওয়ার দরকার নেই হাত পুড়লো কিনা। এটি পূর্ব পুরুষের অভিজ্ঞতালব্ধ জ্ঞান। তাই পরীক্ষিত সত্য নিয়েও আর নিরীক্ষা করার প্রয়োজন পড়ে না। বিষয়টি অন্যান্য ক্ষেত্রের মতো দেশের পুঁজিবাজারের বেলায়ও খাটে।

আমরা বারবার লিখেছি- পুঁজিবাজারে সৎ, যোগ্য নেতৃত্ব ও সুশাসন থাকা প্রয়োজন। কারণ এখানে লাখ লাখ বিনিয়োগকারী ও শতশত কোম্পানির ভালোমন্দের বিষয় রয়েছে। রয়েছে দেশের অর্থনীতির একটি অতি গুরুত্বপূর্ণ দিক। এক্ষেত্রে সব কিছুই আমাদের নতুন করে ভাবতে হবে, এমন নয়। উন্নত বিশ্বের পুঁজিবাজারগুলোর নমুনা আমাদের সামনে রয়েছে। আমরা চাইলে এবং আমাদের প্রয়োজন হলে সেখান থেকে শিক্ষা গ্রহণ করে নিজ দেশের পুঁজিবাজারে কাজে লাগাতে পারি। কারণ আজ হোক, কাল হোক পুঁজিবাজারের উন্নতি করতে হলে আমাদের এসব বিষয় বিবেচনা করতে হবে। বিশেষ করে সৎ ও যোগ্য নেতৃত্ব এবং সুশাসনের পথ ধরেই আমাদের উন্নতি আসতে পারে।

Tagged