স্বাস্থ্যবিধি মেনে চলায় আরও কঠোর হওয়া প্রয়োজন

বিশ্বব্যাপী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে স্বাস্থ্যবিধি মেনে চলাকেই প্রধান গুরুত্ব দেয়া হচ্ছে। কারণ এই রোগের এখনও পর্যন্ত কোনো প্রতিষেধক নেই। কিন্তু বাংলাদেশে দেখা যাচ্ছে, স্বাস্থ্যবিধি লঙ্ঘনের হিড়িক। করোনাভাইরাসে শনাক্ত ও মৃতের সংখ্যা যখন বাড়ছে, ঠিক তখনই স্বাস্থ্যবিধি ও শারীরিক দূরত্ব আরো উপেক্ষিত হচ্ছে। জীবনযাত্রা ও অর্থনৈতিক পরিস্থিতি সচল করতে সরকার কিছুটা শৈথিল্যের সুযোগ দেয়। এই সুযোগ নিয়ে মানুষ ও বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি ও সরকারের নির্দেশনা। এমনকি হাসপাতালগুলোয়ও অনেক ক্ষেত্রে মানা হচ্ছে না সরকারের নির্দেশনা। কেবল মাস্ক ব্যবহারের নির্দেশনাটিই সর্বাধিক মানা হচ্ছে। অন্যদিকে করোনাভাইরাস প্রতিরোধে সবচেয়ে বড় শর্ত শারীরিক দূরত্ব মোটেও মানা হচ্ছে না। মাঝখানে প্রায় দেড় মাস যেটুকু মানা হয়েছে, এখন এ শর্তের প্রতি উদাসীন মানুষ। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, নভেল করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে জয়ী হতে হলে স্বাস্থ্যবিধি সম্পর্কে সরকারের নির্দেশনা শুধু কাগজে থাকলে চলবে না, শর্তগুলো সব পর্যায়ে মানতে হবে। তা না হলে সামনে আরো বড় বিপদ দেখতে হবে।

এদিকে দেশে করোনা রোগী শনাক্তকরণে পরীক্ষাগারের সংখ্যা বাড়লেও নমুনা সংগ্রহ, পরীক্ষা-নিরীক্ষা ও ফলাফল পাওয়া নিয়ে এখনো রয়েছে নানা জটিলতা। বিশেষ করে পরীক্ষার জন্য নমুনা দেয়ার পর সময়মতো ফলাফল না পাওয়ায় আক্রান্ত ব্যক্তির মাধ্যমে অজান্তেই অনেকে সংক্রমিত হচ্ছেন। তাই স্বাস্থ্যবিধি মেনে চলার ক্ষেত্রে সংশ্লিষ্ট সকলের আরও কঠোর হওয়া প্রয়োজন।

Tagged