স্বাস্থ্যবিধি মেনে চলার বিকল্প নেই

করোনাভাইরাস মহামারির সময় ঘরে থাকার মেয়াদ ঈদ পেরিয়ে ৩০ মে পর্যন্ত বাড়িয়ে আদেশ জারি করেছে সরকার। সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমের খবর থেকে এ তথ্য জানা যায়। সরকারি আদেশে ছুটিতে কর্মস্থল ত্যাগে নিষেধাজ্ঞা, চলাচলে কড়াকড়ির সঙ্গে ঈদ জামাত নিয়েও সতর্ক বার্তা এসেছে। এক্ষেত্রে উল্লেখ্য, আগের ছুটির ধারাবাহিকতায় ১৭ থেকে ২৮ মে পর্যন্ত নতুন করে সাধারণ ছুটি ঘোষণা করে এই আদেশ জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। জানা গেছে, ছুটিরএই সময়ে জনসাধারণের চলাচল সীমিত থাকবে। এক জেলা থেকে আরেক জেলা এবং এক উপজেলা থেকে আরেক উপজেলায় জনসাধারণের চলাচল কঠোরভাবে নিয়ন্ত্রিত থাকবে। এছাড়া করোনাভাইরাসের বিস্তার রোধে সবাইকে ঘরে থাকার নির্দেশনা এবং অতি জরুরি প্রয়োজন ছাড়া রাত ৮টা থেকে সকাল ৬টা পর্যন্ত বাড়ির বাইরে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা আগের মতোই বহাল রয়েছে।
আমরা বলতে চাই, করোনাভাইরাসের সংক্রমণে যে ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি হয়েছে তা রোধে সর্বাত্মক সচেতনতা এবং স্বাস্থ্যবিধি মেনে চলার বিকল্প নেই। ফলে সামগ্রিক পরিস্থিতি আমলে নিয়ে মানুষের ভেতর সচেতনতা বাড়াতে যেমন উদ্যোগ নিতে হবে, তেমনি কেউ যেন অকারণে ঘোরাফেরা না করে সেটিও নিশ্চিত করতে হবে। এটা মনে রাখা দরকার যে, করোনাকালে সামাজিক দূরত্বসহ প্রয়োজনীয় নির্দেশনা মেনে চলা অপরিহার্য। কেননা করোনার সংক্রমণ রোধ করতে হলে এর বাইরে যাওয়ার সুযোগ নেই।

Tagged