এসএমজে ডেস্ক:
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি স্টাইলক্র্যাফট লিমিটেডর শেয়ার কারসাজির প্রমাণ পেয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি)। ফলে কোম্পানিটির চেয়ারম্যানসহ তিন কর্মকর্তাকে আইন ভঙ্গের দায়ে মুনাফার অধিক জরিমানা করেছে বিএসইসি।
আজ বুধবার বিএসইসির ৭৪৯তম কমিশন সভায় এ জরিমানার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
সূত্র মতে, স্টাইলক্র্যাফট লিমিটেডের শেয়ার লেনদেনে সিকিউরিটিজ ও এক্সচেঞ্জ কমিশন (সুবিধাভোগী ব্যবসা নিষিদ্ধকরণ) বিধিমালা ১৯৯৫ এর বিধি ৪(১) এবং সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ ওডিয়েন্স ১৯৬৯ এর সেকশন ১৭(ই)(ভি) ভঙ্গ করেছে।
কারসাজিতে জড়িত ছিলো কোম্পানির চেয়ারম্যান ও তিন জন কর্মকর্তাসহ কতিপয় ব্যাক্তি। ফলে কারসাজি করে যা আয় করেছে তার চেয়ে বেশি টাকা জরিমানা করার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। তবে কারো নাম প্রকাশ করেনি নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। সুত্র: বিএসইসি
এসএমজে/২৪/রা