ব্লক মার্কেটে ২২ কোম্পানির লেনদেন ২০ কোটি টাকা

এসএমজে ডেস্ক:

সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেট ২২ কোম্পানির মোট ৭৯ লাখ ২৩ হাজার ৭৫৪টি শেয়ারের লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ২০ কোটি ৩৯ লাখ ১ হাজার টাকা।

ব্লক মার্কেটে লেনদেনের প্রথম স্থানে রয়েছে এনএলআই ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড। কোম্পানির মোট ৭ কোটি ৯২ লাখ ৮৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

লেনদেনের দ্বিতীয় স্থানে রয়েছে ব্র্যাক ব্যাংক। কোম্পানির মোট ৪ কোটি ৪৭ লাখ ৮২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ব্লকে লেনদেনের তৃতীয় স্থানে থাকা পপুলার লাইফ ইন্স্যুরেন্স ২ কোটি ২ লাখ ৬৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ব্লকমার্কেটে লেনদেনের অন্যান্ন কোম্পানিগুলো হলো:- এবি ব্যাংক, আমান কটন, একমিল্যাব, এশিয়া ইন্স্যুরেন্স, এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স, ডেল্টা ব্র্যাক হাউজিং, ফরচুন, গ্লোবাল ইন্স্যুরেন্স, গ্রামীন ওয়ান স্কীম টু, খুলনা পাওয়ার, মার্কেন্টাইল ইন্স্যুরেন্স, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, প্রভাতী ইন্স্যুরেন্স, প্যারামাউন্ট টেক্সটাইল, রিপাবলিক ইন্স্যুরেন্স, সাইহাম কটন, সাইহাম টেক্সটাইল, এসকে ট্রিমস, ইউনাইটেড ইন্স্যুরেন্স।

সূত্র: ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)

এসএমজে/২৪/রা

Tagged