সেন্সর বোর্ডে যাচ্ছে ডিপজলের তিন ছবি

বিনোদন ডেস্ক:

জনপ্রিয় অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল একসঙ্গে বেশ কয়েকটি সিনেমা নিয়ে হাজির হচ্ছেন চলচ্চিত্র জগতে। গতকাল বিভিন্ন গণমাধ্যমে তিনি জানান, আজ সেন্সর বোর্ডে ‘সৌভাগ্য’ ছবিটি জমা হবে। এরপর ‘এ দেশ তোমার আমার’ জমা দেবো। এ দু’টি সিনেমা পরিচালনা করেছেন এফ আই মানিক। আর কিছু কাজ শেষ করে ‘এক কোটি টাকা’ সিনেমাটিও জমা দেবো। এটি পরিচালনা করেছেন ছটকু আহমেদ। একের পর এক এই ছবিগুলো মুক্তি দেয়ার ইচ্ছা রয়েছে। আর শিগগিরই নতুন সিনেমারও ঘোষণা দেবেন বলেও জানান তিনি।

এদিকে ‘সৌভাগ্য’ ছবিতে অভিনয় করেছেন ডিপজল, মৌসুমী, কাজী মারুফ, তমা মির্জা, তন্দ্রা, মিজু আহমেদ, ডিজে সোহেল প্রমুখ। এর গল্প ভাবনায় রয়েছেন ডিপজল নিজেই। ‘সৌভাগ্য’ সিনেমাটিতে দর্শকের মনে রাখার মতো একটি গল্প তুলে ধরা হয়েছে বলেও জানান ডিপজল। অন্যদিকে বাকি দুই ছবি নিয়ে ডিপজল আরো বলেন, ‘এ দেশ তোমার আমার’ ও ‘এক কোটি টাকা’ ছবি দু’টির গল্পও অন্যরকম। বলতে গেলে তিনটি সিনেমার গল্প তিন ধরনের। আমি বরাবরই সিনেমার গল্পের ওপর জোর দেই। গল্প ভালো না হলে তা করি না। প্রয়োজনে সিনেমা বানানো বন্ধ করে দেই। দর্শকের চাহিদার সঙ্গে আমার চিন্তা-ভাবনা মিলিয়ে সিনেমা নির্মাণ করতে পছন্দ করি। যে তিনটি সিনেমা তৈরি হয়েছে, সেগুলো পর্যায়ক্রমে মুক্তি দেব। তবে ‘সৌভাগ্য’ ঈদের আগে মুক্তি দেয়ার পরিকল্পনা রয়েছে। অমিবনি কথাচিত্রের ব্যানারে নির্মিত হয়েছে এ ছবিটি।

এসএমজে/২৪/রা

Tagged