চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল-বার্সার লড়াই আজ

স্পোর্টস ডেস্ক:

লা লিগায় এল ক্লাসিকোকে আজ রাতে মুখোমুখি হচ্ছে স্প্যানিশ লিগের দুই জায়ান্ট ক্লাব বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। সান্তিয়াগো বার্নাব্যুতে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দিবাগত রাত ২টায়।শীর্ষ স্থান দখলে লড়বে দুই দল।

গুরুত্বপূর্ণ এই ম্যাচ নিয়ে অনেকটা চাপে রয়েছে রিয়াল মাদ্রিদ। বার্সার বিপক্ষে হারলে শিরোপার লড়াই থেকে অনেকটা ছিটকে যাবে জিনেদিন জিদানের দল। লিগে এখন পর্যন্ত ২৫ ম্যাচ খেলে সতেরো জয় ও চার ড্রয়ে ৫৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সেলোনা। সমান ম্যাচ খেলে ২ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয়স্থানে আছে রিয়াল।

এমন অবস্থায় ম্যাচটিতে জিতলে পাঁচ পয়েন্টের ব্যবধানে এগিয়ে যাবে কিকে সেতিয়েনের দল। আর রিয়াল জিতলে এক পয়েন্টের ব্যবধানে বার্সেলোনাকে টপকে শীর্ষে ফিরবে জিদানের দল। আর ড্র হলে একই থাকবে দল দুটি’র পয়েন্ট ব্যবধান।

তবে এই দ্বৈরথের আগে জিনেদিন জিদান স্বীকার করে নিলেন, রিয়াল মাদ্রিদ বেশ চাপে রয়েছে। সচরাচর বড় ম্যাচের আগে কোচের কাছ থেকে এমন স্বীকারোক্তি অপ্রত্যাশিত। কিন্তু রিয়ালের এখন এমনই অবস্থা যে, ঘরের মাঠে রবিবার লিওনেল মেসিদের সঙ্গে মহারণের আগে অনেকটাই চাপে আছে তারা।

জিদান বলেন, ‘‘খুবই কঠিন একটা সময় যাচ্ছে আমাদের। নিজেদের মাঠেই শেষ তিনটি ম্যাচ আমরা জিতিনি। কিন্তু এ রকম পরিস্থিতি আসতেই পারে। ইতিবাচক মানসিকতা ছাড়া যাবে না।’’

অন্যদিকে, এর সুযোগ নিতে ছাড়ছেন না বার্সেলোনার নতুন কোচ কিকে সেতিয়েন। তিনি বলেন, ‘‘এই এল ক্লাসিকো আমাদের চেয়ে রিয়ালের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। ওরাই বেশি চাপে থাকবে।’’

এসএমজে/২৪/বা

Tagged