সুশাসন থাকলে পুঁজিবাজারে সুদিন সম্ভব

দেশের পুঁজিবাজারে সুশাসন থাকলে সুদিন ফেরানো সম্ভব। এছাড়া সুশাসনের কোনো বিকল্পও নেই। উন্নতদেশগুলোর পুঁজিবাজারের দিকে তাকালে দেখা যাবে, সুশাসনের দিক থেকে আমরা অনেকটাই পিছিয়ে। এটি কেবল বিনিয়োগকারী নয়, তালিকাভুক্ত কোম্পানি, এমনটি যেসব কোম্পানি ভবিষ্যতে পুঁজিবাজারে আসতে চায় তার জন্যও জরুরি।

একটি পরিবার যেমন এগিয়ে যায় সুসন্তানের হাত ধরে, তেমনি একটি দেশের পুঁজিবাজারে উন্নতিও সুশাসনের হাত ধরে এগিয়ে যেতে পারে। এটি প্রমাণিত সত্য। বিশ্বের উন্নত পুঁজিবাজারগুলো এটি প্রামাণ করেছে। আর তারা পারলে আমরা পারবো না কেনো? আমাদের দেশের মানুষ এখন আন্তর্জাতিক পর্যায়েও বিভিন্নভাবে অবদান রাখছে। তাদের মেধা আছে, সততা আছে বলেই পারছে। তাই এখন প্রয়োজন্য সৎ ও মেধাবী মানুষকে পুঁজিবাজারে যুক্ত করা এবং তাদের সক্ষমতাকে কাজে লাগানো। সৎ ও যোগ্য ব্যক্তিদের বিভিন্ন ধরনের দায়িত্ব দেওয়া। তারা যাতে স্বাধীনভাবে কাজ করতে পারে সেটি নিশ্চিত করা। কারণ কোনো দেশেই সরকার সরাসরি পুঁজিবাজার চালায় না। এর জন্য আলাদা লোকবল আছে। আমাদের দেশেও তাই। এখন কথা হচ্ছে, সেই লোকবল কতটা সৎ ও যোগ্য, সেটি নিশ্চিত হওয়া প্রয়োজন। এর মধ্য দিয়েই পুঁজিবাজার সুশাসনের পথে এগিয়ে যেতে পারে।

Tagged