সাপ্তাহিক লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি

এসএমজে ডেস্ক
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহে প্রকৌশল খাতের এ ক্যাটাগরির কোম্পানি ন্যাশনাল টিউবস্ লিমিটেড লেনদেনের শীর্ষে উঠে আসে। এর লেনদেনের পরিমাণ ১২০ কোটি ৮৩ লাখ ৫৩ হাজার টাকা এবং শেয়ারের পরিমাণ ছিল ৭২ লাখ ২৫ হাজার ৬৩০টি। তালিকায় দ্বিতীয় স্থানে ছিল মুন্নু জুট স্টাফলার লিমিটেড। এ ক্যাটাগরির এ কোম্পানির লেনদেনের পরিমাণ ৮৬ কোটি ৮৩ লাখ ৮৩ হাজার টাকা এবং শেয়ারের পরিমাণ ছিল ৪ লাখ ৯০ হাজার ৫০০। তৃতীয় স্থানে ছিল ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি জেএমআই সিরিঞ্জ এন্ড মেডিকেল ডিভাইসেস লিমিটেড। এ ক্যাটাগরির কোম্পানিটির লেনদেন ছিল ৫২ কোটি ৩৪ লাখ ৯৩ হাজার টাকা। শেয়ারের পরিমাণ ছিল ১১ লাখ ৩৯ হাজার ৩৫৩টি। চতুর্থ স্থানে ছিল এ ক্যাটাগরির স্কয়ার ফার্মাসিউটিক্যালস। এর লেনদেন ছিল ৪৯ কোটি ৭৩ লাখ ৮৭ হাজার টাকা। শেয়ারের পরিমাণ ছিল ২১ লাখ ২৭ হাজার ৪২১টি। লিগেসি ফুটওয়্যার লিমিটেড ছিল পঞ্চম স্থানে। এটি এ ক্যাটাগরির কোম্পানি। এর লেনদেনের পরিমান ছিল ৪৬ কোটি ৯৬ লাখ ৫৯ হাজার টাকা। শেয়ারের পরিমাণ ছিল ৩৪ লাখ ৮০ হাজার ৯৬টি। স্টাইলক্রাফট লিমিটেড ছিল ষষ্ঠ স্থানে। এ ক্যাটাগরির কোম্পানিটির লেনদেনের পরিমাণ ছিল ৪৩ কোটি ৫৬ লাখ ৮৮ হাজার টাকা। শেয়ারের পরিমাণ ছিল ৫ লাখ ৩৮ হাজার ২৬৩ টি। সপ্তম স্থানে ছিল বি ক্যাটাগরির বীকন ফার্মাসিউটিক্যালস। এর লেনদেনের পরিমাণ ছিল ৪৩ কোটি ৩ লাখ ২৫ হাজার টাকা। শেয়ারের পরিমাণ ছিল ১ কোটি ৬০ লাখ ৮৩ হাজার ৯৩৩টি। অষ্টম স্থানে ছিল ফরচুন সুজ লিমিটেড। এ ক্যাটাগরির কোম্পানিটির লেনদেনের পরিমাণ ছিল ৪২ কোটি ৩৯ লাখ ১০ হাজার টাকা। শেয়ারের পরিমাণ ছিল ১ কোটি ১৭ লাখ ৫৭ হাজার ৯৭৮টি। মুন্নু সিরামিক ইন্ডাস্ট্রিজ ছিল তালিকায় নবম স্থানে। এ ক্যাটাগরির এ কোম্পানির লেনদেনের পরিমাণ ছিল ৩৭ কোটি ৮৯ লাখ ৮৬ হাজার টাকা। শেয়ারের পরিমাণ ছিল ২২ লাখ ২৫ হাজার ৩৭০টি। ব্রিটিশ আমেরিকান টোবাকো বাংলাদেশ লিমিটেড ছিল দশম স্থানে। এ ক্যাটাগরির কোম্পানিটির লেনদেনের পরিমাণ ছিল ৩৬ কোটি ৮১ লাখ ৮০ হাজার টাকা। এর শেয়ারের পরিমাণ ছিল ৩ লাখ ১৬ হাজার ৯০টি। সূত্র: ডিএসই।