সাউথ বাংলা এগ্রিকালচার ব্যাংকের আইপিও আবেদন শুরু আজ

প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে পুজিঁবাজার থেকে অর্থ উত্তোলনের অনুমোদন পাওয়া সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংক লিমিটেডের আইপিও
আবেদন আজ সোমবার (৫ জুলাই) থেকে শুরু হবে। যা চলবে ১১ জুলাই পর্যন্ত।

গত ৯ মে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) ৭৭৩তম নিয়মিত সভায় ব্যাংকটিকে পুঁজিবাজার থেকে অর্থ উত্তোলনের অনুমোদন দেয়।

জানা যায়, ১০ টাকা অভিহিত মূল্যে ১০ কোটি সাধারণ শেয়ার ইস্যুর মাধ্যমে ব্যাংকটি পুঁজিবাজার থেকে ১০০ কোটি টাকা উত্তোলন করবে।
উত্তোলিত অর্থ কোম্পানিটির সরকারি সিকিউরিটিজ ক্রয় এবং আইপিও খরচ খাতে ব্যয় করবে।
৩০ সেপ্টেম্বর ২০২০ সমাপ্ত সময়ে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী ব্যাংকটির ইপিএস হয়েছে ৯৪ পয়সা,
এনএভি হয়েছে ১৩ টাকা ১৮ পয়সা।

ব্যাংকটির ইস্যু ম্যানেজার হিসেবে নিয়োজিত রয়েছে আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড।
এসএমজে/২৪/মি