শেয়ার হস্তান্তর করবে রূপালী লাইফ ইন্স্যুরেন্সের উদ্যোক্তা পরিচালক

এসএমজে ডেস্ক: শেয়ার হস্তান্তর করবেন পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের রূপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের উদ্যোক্তা পরিচালক মাহফুজুর রহমান। ডিএসইর সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্রমতে, কোম্পানিটির উদ্যোক্তা পরিচালক মাহফুজুর রহমান তার নিকট থাকা মোট ১৮ লক্ষ ১২ হাজার ৯৪৩টি শেয়ার থেকে ৪ লক্ষ শেয়ার হস্তান্তর করবেন। শেয়ারগুলো উপহার হিসেবে তার ছেলে মাহিম রহমানকে দিবেন। তিনি ঢাকা স্টক এক্সচেঞ্জের অনুমোদনের চিঠি দেওয়ার তারিখ থেকে ৩০ কার্যদিবসের মধ্যে স্টক এক্সচেঞ্জের বাইরে  ওই শেয়ার হস্তান্তর সম্পন্ন করবেন বলে জানিয়েছেন।

এসএমজে/২৪/বা