এসএমজে ডেস্ক:
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি হাক্কানি পাল্পের দুই উদ্যোক্তা পরিচালক শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন। ওই দুই পরিচালক মোট ২ লাখ শেয়ার বিক্রি করবেন।
সূত্রমতে, কোম্পানির উদ্যোক্তা পরিচালক গোলাম রসুল মুক্তাদির ও গোলাম হায়দার ১ লাখ করে মোট ২ লাখ শেয়ার বিক্রি করবেন। এই দুই পরিচালকের কাছে ১৬ লাখ ৬৬ হাজার ৬৬৬টি করে কোম্পানির মোট ৩৩ লাখ ৩৩ হাজার ৩৩২টি শেয়ার আছে।
এই দুই পরিচালক আগামী ৩০ কর্মদিবসের মধ্যে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্লক মার্কেটে উল্লেখিত শেয়ার বিক্রি সম্পন্ন করবেন। সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
এসএমজে/২৪/রা