কিছু কথা আমাদের বারবারই বলতে হচ্ছে। কারণ বারবার বলার পরও কিছু সমস্যা থেকেই যাচ্ছে। তাই আমরা বলতে বাধ্য হচ্ছি। আমরা যদি বর্তমান পুঁজিবাজারের সূচকের দিকে তাকাই, তাহলে দেখবে সূচক ও শেয়ার দর ওঠা-নামায় তেমন সামঞ্জস্য নেই। কতিপয় কোম্পানির দর বাড়লেই সূচক লাফিয়ে বাড়ছে। আবার সূচকের সামান্য পতনেই গণহারে কোম্পানির শেয়ারের দর কমছে। এতে শেষ পর্যন্ত দেখা যাচ্ছে, শেয়ারের দর ওঠা-নামায় সূচকের প্রতিফলন আশানুরূপ নয়। এটি বাজার স্থিতিশীলতার পথে প্রতিবন্ধক।
গত কয়েক বছরে থেমে থেমে দরপতনে অধিকাংশ কোম্পানির শেয়ার দর তলানিতে। এই অবস্থায় সূচকের উত্থানকে সাধারণ বিনিয়োগকারীরা সুদিনের ইঙ্গিত মনে করেছিলেন। কিন্তু সে হারে শেয়ারের দর না বাড়ায় তারা হতাশ হচ্ছেন।
পাঠকের কাছে আমাদের কৈফিয়ত, এ সমস্য নিয়ে আমরা আগেও লিখেছি। সমস্যার সমাধান হয়নি। তাই পাঠকের ধৈয্যচূতির খানিকটা ঝুঁকি নিয়েও বিনিয়োগকারীদের স্বার্থে আমরা আবারও বিষয়টি নিয়ে লিখছি। তাছাড়া আমারাতো মূলত পুঁজিবাজারেরই গণমাধ্যম। তাই সমস্যাগুলোর সমাধা না হওয়া পর্যন্ত আমাদের লেখা অব্যাহত থাকবে, এটাই স্বাভাবিক। আমরা আশা করি, এভাবেই হয়তো এক সময় বিষয়টির সমাধানের পথ বের হবে।