শেয়ারহোল্ডারদের লভ্যাংশ পাঠিয়েছে খুলনা পাওয়ার

এসএমজে ডেস্ক:

পুঁজিবাজারে তালিকাভুক্ত জ্বালানি ও বিদ্যুৎ খাতের খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেড ৩০ জুন ২০১৯ সমাপ্ত অর্থবছরের নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের ব্যাংক হিসাবে পাঠিয়েছে।

কোম্পানিটি আজ ২৯ ডিসেম্বর বাংলাদেশ ইলেক্ট্রনিক ফান্ডস ট্রান্সফার নেটওয়ার্কসের (বিইএফটিএন) মাধ্যমে নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের ব্যাংক হিসাবে পাঠিয়েছে এবং যাদেরকে বিইএফটিএন এর মাধ্যমে লভ্যাংশ পাঠানো সম্ভব হয়নি তাদেরকে নিজ ঠিকানায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নগদ লভ্যাংশের অর্থ পাঠানো হয়েছে।

খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেড গত ২০ অক্টোবর, ২০১৯ তারিখে অনুষ্ঠিত পরিচালনা পর্ষদ সভার মাধ্যমে ৩০ জুন, ২০১৯ সমাপ্ত অর্থবছরের জন্য ৪০ শতাংশ নগদ লভ্যাংশ প্রদান করার ঘোষণা দিয়েছিল।

এসএমজে/২৪/রা

Tagged