শেয়ারবাজারের ১৫ বছরের অনিয়ম খুঁজতে কমিটি প্রয়োজন

দেশের পুঁজিবাজারে গত ১৫ বছরে যেসব অন্যায়, অনিয়ম ও জালিয়াতির ঘটনা ঘটেছে, সেগুলো খুঁজে বের করা দরকার। এর জন্য একটি কমিটি গঠিত হতে পারে। অনিয়ম–জালিয়াতির ঘটনায় কার কতটা শাস্তি হবে, তা আমরা জানি না। কারও শাস্তি হোক বা না হোক বাজারের ভবিষ্যতের প্রয়োজনে অনিয়মগুলো খুঁজে বের করে নথিভুক্ত করা দরকার। দেশবাসী  জানতে চায় কোথায় কোথায় কী কী অনিয়ম ও অন্যায় হয়েছে।

গত ১৫ বছরে শেয়ারবাজারে যেসব কোম্পানি প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিওর মাধ্যমে বাজার থেকে টাকা সংগ্রহ করেছে, সেগুলোর ওপর একটি বিশ্লেষণ দরকার। এসব আইপিও কার স্বার্থে কেন তালিকাভুক্ত করা হয়েছিল, সেটি জানা দরকার।

নানা অনিয়ম ও ব্যর্থতার কারণে গত ১৫ বছরে আমাদের শেয়ারবাজারের অবস্থা এতই নাজুক হয়েছে যে দৈনিক গড় লেনদেনের দিক থেকে আমরা শ্রীলঙ্কার চেয়েও অনেক পিছিয়ে গেছি। এ সময় বিনিয়োগকারীর সংখ্যা কমে অর্ধেক হয়ে গেছে। এই অবস্থা থেকে বাজারকে দ্রুত একটি ভালো অবস্থায় ফিরিয়ে আনার মতো সক্ষমতাও হারিয়ে ফেলেছে শেয়ারবাজার–সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো।

Tagged