শুধু পুঁজিবাজার নয় কোম্পানিগুলোও সুশাসনের আওয়াতায় আসা ইচিত

সর্বক্ষেত্রে সুশাসনের বিকল্প নেই। তারপরও দেশের পুঁজিবাজার বিশেষভাবে সুশাসনের আওতায় আনা উচিত। একইসঙ্গে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোকেও সুশাসনের আওতায় আনা প্রয়োজন। এ ক্ষেত্রে একটি বাদ দিয়ে আরেকটির দিকে মনোযোগ দেওয়ার সুযোগ নেই। দুটো বিষয়ই একসঙ্গে দেখতে হবে। কারণ অনেক সময় পুঁজিবাজারে ভালো পদক্ষেপ নিলেও কোম্পানিগুলোয় সুশাসন থাকে না। সেখানে নানা ধরনের অনিয়ম হয়। এসব অনিয়মের প্রভাব পুঁজিবাজারে পড়ে। এতে সাধারণ বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হন। পাশাপাশি পুঁজিবাজারের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়।

কোম্পানিগুলো আর্থিক প্রতিবেদকন থেকে শুরু করে প্রতিটি ক্ষেত্রে যদি স্বচ্ছতার ভিত্তিতে পরিচালিত হয়, তাহলে বিনিয়োগকারীরা শেয়ার কেনা-বেচার ক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত নিতে পারেন। তাদের মধ্যে কোনো ধরনের অস্বস্ছতা থাকে না। তাছাড়া পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) যতই চেষ্টা করুক তালিকাভুক্ত কোম্পানিগুলো সঠিকভাবে পরিচালিত না হলে পুঁজিবাজার বিশ্বস্ত হবে না। কারণ অতীতে অনেক ধরনের অনিয়ম হয়েছে যার ফলে অনেক কোম্পানি প্রশ্নবিদ্ধ হয়েছে। তাই কোম্পানিগুলোর অভ্যন্তরীণ সুশাসনও পুঁজিবাজারের ভিত্তি মজবুত হতে কাজ করে। এ কারণে বিষয়টি অবহেলা করা কাম্য নয়।

Tagged