শুটিংয়ে ক্রেন ভেঙে ৩ সহকারী পরিচালক নিহত

বিনোদন ডেস্ক:

ভারতের চেন্নাইয়ে ইভিপি ফিল্ম সিটিতে ‘ইন্ডিয়ান-২’ সিনেমার শুটিং চলাকালীন ক্রেন ভেঙে পড়ে তিন সহকারী পরিচালক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো ১০ জন। গতকাল বুধবার রাত সাড়ে নয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

দেশটির পুলিশ সূত্রের বরাত দিয়ে এনডিটিভি এ খবর জানিয়েছে। নিহতরা হলেন- মধু (২৯), কৃষ্ণ (৩৪) ও চন্দ্র।

শুটিং চলাকালে আচমকা শুটিং সেটে থাকা বিশাল আকৃতির ক্রেনটি ভেঙে পড়ে। এতে ঘটনাস্থলে দুইজন ও হাসপাতালে নেয়ার পর একজনের মৃত্যু হয়। আহতদের মধ্যেও কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। দুর্ঘটনার সময় অভিনেতা কমল হাসান পাশের কমপ্লেক্সে ছিলেন। ‘ইন্ডিয়ান ২’ সিনেমায় আরও অভিনয় করছেন রাকুল প্রীত সিং ও কাজল আগারওয়াল। দুর্ঘটনার সময় তারা স্পটে ছিলেন কিনা সে বিষয়ে কিছু জানা যায়নি।

এসএমজে/২৪/রা

Tagged