শক্ত হাতে পুঁজিবাজারের হাল ধরুন

সদ্য বিদায়ী সপ্তাহের তিন কর্মদিবস পতন আর দুই কর্মদিবস উত্থানের মধ্য দিয়ে লেনদেন হয়েছে দেশের পুঁজিবাজারে। ২১ মে থেকে ২৫ মে পাঁচ কর্মদিবস লেনদেন হয়েছে। এ সময়ে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। এতে উভয় বাজারে বেড়েছে সূচক।

ফলে গত এক সপ্তাহে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বিনিয়োগকারীদের বাজার মূলধন (পুঁজি) ফিরেছে ১ হাজার ৯২২ কোটি ৯ লাখ ৪৩ হাজার ৩৯১ টাকা। প্রায় একই চিত্র চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই)।

গত ২১ মে সপ্তাহের প্রথম কর্মদিবসে লেনদেনের শুরুতে ডিএসইর মূলধন ছিল ৭ লাখ ৭০ হাজার ৬৩৭ কোটি ৮৬ লাখ ৫৮ হাজার ২৫৬ টাকা। আর শেষ দিন বৃহস্পতিবার (২৫ মে) লেনদেন শেষে মূলধন দাঁড়ায় ৭ লাখ ৭২ হাজার ৫৫৯ কোটি ৯৬ লাখ ১ হাজার ৬৪৭টাকা। অর্থাৎ টাকার অঙ্কে পুঁজি বেড়েছে ১ হাজার ৯২২ কোটি ৯ লাখ ৪৩ হাজার ৩৯১ টাকা।

তবে এর আগের সপ্তাহে বেড়েছিল ৪ হাজার ৫৩১ কোটি ১১ লাখ ৬২ হাজার ৮৮৫ টাকা। এতে গত দুই সপ্তাহে বিনিয়োগকারীদের পুঁজি বাড়ল সাড়ে ৬ হাজার কোটি টাকা।

সপ্তাহটি ভালো কেটেছে পুঁজিবাজারে। আশা করছি সামনে এই গতি অব্যাহত থাকবে। এর জন্য আমরা সংশ্লিষ্টদের প্রতি বলবো, শক্ত হাতে পুঁজিবাজারের হাল ধরুন। সব অনিয়ম বন্ধ করুন। তা হলেই পুঁজিবাজারের প্রকৃত উন্নতি সম্ভব।

Tagged