লেনদেন হাজার কোটি টাকা ছাড়ানোটা বর্তমান সময়ের জন্য শুভ লক্ষণ

দেশের পুঁজিবাজারে গতকাল ২৪ মে লেনদেন ছাড়িয়ে গেছে ১১শ কোটি টাকা। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) এই লেনদেন হয় গত কয়েক মাসা আগেও লেনদেন নেমে এসেছিলো মাত্র শতকোটি টাকা। সে হিসাবে লেনদেন হাজার কোটি টাকা ছাড়িয়ে যাওয়াটা অবশ্যই পুঁজিবাজারের জন্য শুভ লক্ষণ।

বিমা ছাড়া সড়কে কোনো ধরনের যানবাহন চলাচল করতে পারবে না-এই খবরে এদিন ঢাকার বাজারে যতগুলো বিমা কোম্পানির শেয়ার লেনদেনে হয়েছে, তার সবগুলোরই দাম বেড়েছে। যদিও সপ্তাহের শুরুতে বিমা কোম্পানিগুলোর শেয়ারের মূল্য সংশোধন হয়। তার প্রভাবে সূচক পড়েও যায়। কিন্তু আজ আবার বিমা কোম্পানির শেয়ারদর বেড়েছে, যার কারণে বাজারে চাঙাভাব দেখা যাচ্ছে।

যে কারণেই হোক লেনদেনের এই চিত্র আমাদের আশান্বিত করে। এছাড়া গত কিছু দিন ধরে পুঁজিবাজারে কিছুটা স্থিতীশলতার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। এতে সাধারণ ও ক্ষুদ্র বিনিয়োগকারীদের মধ্যে নতুন করে আশা জাগবে। এটি অব্যাহত থাকলে বাজারের কেউ ক্ষতি করতে পারবে না। একই সঙ্গে বিনিয়োগকারীদের মধ্যেও নতুন করে প্রত্যাশা তৈরি হবে পুঁজিবাজার নিয়ে।

Tagged