লেনদেন দেড় হাজার কোটি টাকার টার্গেট যথেষ্ট নয়

কথায় আছে, ‘হাঁস চাইলে ডিম পাওয়া যায়।’ আর ডিম চাইলে কী পাওয়া যায় সেটি বলার প্রয়োজন পড়ে না। অর্থাৎ চাওয়াটা বড় হতে হয়। তা হলে প্রাপ্তিটা আশানুরূপ হয়। বর্তমানে আমাদের দেশের পুঁজিবাজারের লেনদেনের টার্গেট আরেকটু বড় হওয়া প্রয়োজন। না হলে বাজারের সক্ষমতা বাড়ানো কঠিন হয়ে পড়বে।

বর্তমানে পুঁজিবাজারে ১ হাজার কোটি টাকার আশপাশে লেনদেন হচ্ছে, যা এ বছরের মধ্যেই দেড় হাজার কোটি টাকা পর্যন্ত উত্তীর্ণ করতে হবে। এ লক্ষ্যে কমিশন কাজ করছে। সম্প্রতি বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ উপলক্ষে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) লিমিটেড আয়োজিত ওয়েবিনারে এসব কথা বলেন পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলাম। ‘ডিলিং উইথ ইনভেস্টার্স’ শীর্ষক এ ওয়েবিনারে এ কথা বলা হয়। সংবাদ মাধ্যমের কল্যাণে এই তথ্য জানা যায়। আমাদের মতে, লেনদেনের টার্গেটটি আরও বড় হওয়া প্রয়োজন। কারণ অর্থনীতির সার্বিক বিকাশের চিত্রের সঙ্গে এটি বেমানান। বেশি দূর যাওয়ার দরকার নেই, গত দশ বছরের অর্থনীতির চিত্র বিশ্লেষণ করলেই বিষয়টি স্পষ্ট হওয়া সম্ভব।

Tagged