ঘোষণা ছাড়া শেয়ার বিক্রি: শুধু জরিমানা নয় জেলও হওয়া উচিত

সিকিউরিটিজ আইন অনুযায়ী, পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানির উদ্যোক্তা–পরিচালকের শেয়ার কেনাবেচা কিংবা স্থানান্তর করতে হলে আগাম ঘোষণা দিতে হয়। সুবিধাভোগী ব্যবসা নিষিদ্ধকরণ বিধিমালার আওতায় কোম্পানির উদ্যোক্তা, পরিচালকসহ স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তিদের ওপর এ নিষেধাজ্ঞা আরোপ করা আছে। কিন্তু এ নিষেধাজ্ঞা ভেঙে শেয়ার বিক্রি করে দিয়েছেন পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি প্রাইম ইসলামী লাইফ ইনস্যুরেন্সের উদ্যোক্তা পরিচালক সাবিহা খালেক। এ কারণে তাকে চার কোটি টাকা জরিমানা করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। গত বুধবার কমিশন সভায় এ জরিমানা করা হয় বলে গণমাধ্যমের বরাতে জানা যায়।

আমরা দীর্ঘদিন ধরে জরিমানার পরিমাণ বাড়ানোর কথা লিখে আসছিলাম। বর্তমান কমিশন দায়িত্ব গ্রহণের পর এটি গুরুত্ব পাচ্ছে। তাই কমিশনকে সাধুবাদ। একইসঙ্গে আমরা আরো একটি বিষয় সংশ্লিষ্টদের বিবেচনার জন্য দাবি করে আসছি, সেটি হচ্ছে- অনিয়মকারীদের শুধু জরিমানা নয় জেলও হওয়া উচিত। এ জন্য প্রয়োজনে আইনি সক্ষমতা বাড়ানো যেতে পারে। কারণ অনেকে শত শত কোটি টাকার অনিয়ম করে সামান্য জরিমানা দিয়ে পার পেয়ে যায়। যাদের অঢেল সম্পদ রয়েছে, জরিমানা তাদের কাছে কঠিন কিছু নয়। তাই এ ক্ষেত্রে কারাদণ্ডের বিধান কার্যকর হলে পরিস্থিতির ইতিবাচক পরিবর্তন সম্ভব।

Tagged