লেনদেন ছয়শ কোটি ছাড়ানো শুভ ইঙ্গিত

পুঁজিবাজারে দীর্ঘ সময় ধরে চলছে লেনদেন খরা। চলতি বছরের শুরুতে এক সময় লেনদেন দুইশ কোটি টাকার ঘরে চলে আসে। এতে হতাশা ছড়িয়ে পড়ে বিনিয়োগকারীসহ বাজার সংশ্লিষ্টদের মধ্যে। এ সময় লেনদেনচিত্রকে বাজারের প্রতি অনাস্থার চরম বহিঃপ্রকাশ হিসেবে দেখেন সংশ্লিষ্টরা। এরপর নানা চরাউৎতড়াই শেষে পুঁজিবাজার নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর ধারাবাহিকতায় পুঁজিবাজারে বিনিয়োগ বাড়াতে ব্যাংকখাতে তহবিল দেয়ার ঘোষণা দেয় কেন্দ্রীয় ব্যাংক। এতে বাজার ঘুরে দাঁড়াতে শুরু করে। গত কয়েক দিন ধরে সূচক ঊর্ধ্বমুখী হয়। ধীরে ধীরে বাড়তে থাকে লেনদেন। গতকাল বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত বছরের মার্চ মাসের পর লেনদেন উঠে আসে সর্বোচ্চ পর্যায়ে। এদিন লেনদেন হয় ৬৭৫ কোটি টাকা। বেড়ে যায় সূচক ও অধিকাংশ কোম্পানির শেয়ার দর।

আমরা মনে করি, এটি বাজারের জন্য শুভ ইঙ্গিত। পাশাপাশি এই বাজারে লেনদেন হাজার কোটি টাকায় উঠতে পারে। তাই সে লক্ষ্যে সংশ্লিষ্টদের কাজ করে যাওয়া উচিত। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো যদি সঠিকভাবে বাজার পরিচালনা করতে সক্ষম হয়, বাজার উন্নয়নের ব্যাপক সম্ভাবনা রয়েছে। এর মধ্য দিয়ে একটি অর্থনীতি-বান্ধব পুঁজিবাজার গঠন সম্ভব হবে।

 

Tagged