লেনদেন ছয়শ’ কোটি ছাড়ানোটা শুভ লক্ষণ

ঈদের ছুটি শেষে গতকাল সোমবার লেনদেনে ফিরেছে দেশের পুঁজিবাজার। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৬৭৬ কোটি ৩৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এটি লেনদেন হওয়া সর্বশেষ দিনের চেয়ে প্রায় ১৬ শতাংশ বেশি। এদিন বাজারে শেয়ার কেনাবেচার পরিমাণ এবং শেয়ারের মূল্যসূচক-দুটোই ছিল বেশ ঊর্ধমুখী। বেড়েছে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। বিষয়টিকে পুঁজিবাজারের জন্য শুভ লক্ষণ হিসেবেই বলা যায়। তবে অতীতেও হঠাৎ করে সূচক বা লেনদেন বাড়ার ঘটনা ঘটেছে। কিন্তু ধারাবাহিকতা রক্ষা হয়নি। ধারাবাহিকতা রক্ষা হওয়ার বিষয়টি খুবই জরুরি।

দেশের পুঁজিবাজারে এক সময় হাজার কোটি টাকাও লেনদেন হয়েছে। সে তুলনায় এটি হয়তো খুব বেশি নয়, কিন্তু করোনাপরবর্তী বাজারের অবস্থা বিবেচনায় নিলে লেনদেনের এই চিত্র ইতিবাচক। বাজারে সুশাসন প্রতিষ্ঠা করা গেলে হাজার কোটি টাকা লেনদেন কোনো অলীক বিষয় নয়। এখনও দেশের পুঁজিবাজার একটি সম্ভবনাময় ক্ষেত্র। সঠিক পদক্ষেপ নিতে পারলে অর্থনীতির উন্নতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে দেশে পুঁজিবাজার। জনবহুল দেশ হওয়ায় আমাদের সুবিধা-অসুবিধা দুটিই রয়েছে। আমরা যদি দেশের মানুষের একটি বড় অংশকে পুঁজিবাজার টেনে আনতে পারি, তবে খুব দ্রুতই উন্নতি সম্ভব। এক্ষেত্রে বিনিয়োগকারীদের পুঁজিরক্ষায় সুশাসনের নিশ্চয়তা থাকা জরুরি।

Tagged