পুঁজিবাজারের লেনদেন তলানিতে গিয়ে ঠেকেছিল। এতে বিনিয়োগকারীদের হতাশার পাশাপাশি বাজারের করুণ চিত্র ফুটে ওঠে। গত সপ্তাহে সূচকের উত্থান হয়ে লেনেদেন ৫০০ কোটি টাকায় উঠে এসেছে। এর আগে দর হারানোর মধ্য দিয়ে লেনদেন ২০০ কোটির ঘরে নেমে এসেছিল। এ উত্থান বাজারের জন্য বেশ গুরুত্বপূর্ণ। এটি ধরে রাখা প্রয়োজন। কারণ লেনদেন প্রত্যাশিত মাত্রায় উঠাতে হলে ধারাবাহিক উন্নতি দরকার।
প্রধানমন্ত্রীর সঙ্গে সংশ্লিষ্টদের বৈঠকের পর, বাজারে যে ইতিবাচক ধারার সূচনা হয়েছে, এটি অব্যাহত রাখার বিকল্প নেই। একই সঙ্গে পরিস্থিতির আরো উন্নতি করতে হলে বাজারে নজরদারির পাশাপাশি সুশাসনেও নজর দিতে হবে। ব্যবস্থাপনায় জবাবদিহিতাও কম গুরুত্বপূর্ণ নয়। কারণ কিছু দিন পর-পর বাজার তছনছ হয়ে যাবে আর গোছানোর জন্য বিনিয়োগকারীদের দাবি নিয়ে রাস্তায় নামতে হবে, এটি হতে পারে না। বাজার যেন স্বাভাবিক গতিতে চলে সে ব্যবস্থা গ্রহণ করাটাই বেশি জরুরি। বাজার স্বাভাবিক থাকলে বিনিয়োগকারীরা সক্রিয় হলে লেনদেন বাড়তেই থাকবে। এর জন্য দাবি-দাওয়ার দরকার হবে না।