এসএমজে ডেস্ক:
পুঁজিবাজারের তালিকাভুক্ত ৯ কোম্পানি আজ ২৭ জানুয়ারি(সোমবার) ৩০ জুন ২০১৯ সমাপ্ত অর্থবছরের পূর্বঘোষিত নগদ লভ্যাংশ শেয়ারহোল্ডারদের ব্যাংক অ্যাকাউন্টে বিতরণ করেছে।
বিস্তারিত ছকে দেওয়া হলো:
| কোম্পানির নাম | লভ্যাংশের পরিমাণ | 
| মুন্নু সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড | ১০ শতাংশ নগদ | 
| ফুওয়াং ফুড লিমিটেড | ২ শতাংশ নগদ | 
| আনলিমায়ার্ণ ডাইং লিমিটেড | ৫ শতাংশ নগদ | 
| হাক্কানি পাল্প অ্যান্ড পেপার মিলস লিমিটেড | ২ শতাংশ নগদ | 
| ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস লিমিটেড | ২০ শতাংশ নগদ | 
| কে অ্যান্ড কিউ (বাংলাদেশ) লিমিটেড | ৭.৫ শতাংশ নগদ | 
| বসুন্ধরা পেপার মিলস লিমিটেড | ১৫ শতাংশ নগদ | 
| এম.আই. সিমেন্ট ফ্যাক্টরি লিমিটেড | ১০ শতাংশ নগদ | 
| ভিএফএস থ্রেড ডাইং লিমিটেড | ৬ শতাংশ নগদ | 
এসএমজে/২৪/ঝি
