লকডাউনে ঘরে খাবার না থাকায়, ৫ সন্তানকে গঙ্গায় ভাসিয়ে দিয়েছেন অক্ষম মা

এসএমজে ডেস্কঃ

করোনা ভাইরাসের ভয়াল এই থাবা থেকে মুক্তি মেলেনি প্রতিবেশী দেশ ভারতেরও। ভাইরাসটি প্রতিরোধে সারাবিশ্বের মত ঘনবসতিপূর্ণ এ দেশটিতেও লকডাউন অব্যাহত রয়েছে । ফলে, দেশটির অনেকেই পড়েছেন চরম খাদ্য দুর্ভোগে। খাবার জোগাতে অক্ষম এক নারী তার ৫ সন্তানকে গঙ্গায় ভাসিয়ে দিয়েছেন।

ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের ভাদোহি জেলায়। ভারতীয় গণমাধ্যম এক প্রতিবেদনের মাধ্যমে এ তথ্য প্রকাশ করে।

জানা যায়, করোনা ভাইরাসের লকডাউনের কারণে কয়েকদিন ধরে শিশু সন্তানদের নিয়ে না খেয়ে দিন পার করছিলেন দিনমজুর এই মা। খাবার জোগাড় করতে না পারায় অবশেষে ৫ সন্তানকে গঙ্গায় ফেলে দিয়েছেন তিনি। মর্মান্তিক এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে শিশুদের খোঁজে শুরু করেন তল্লাশি। ক্ষুধার্ত সন্তানদের মুখে খাবার দিতে না পেরে এমন ঘটনা ঘটিয়েছেন বলে এলাকাবাসীকে জানিয়েছেন তিনি ।

এসএমজে/২৪/ঝি

Tagged