রিজেন্ট টেক্সটাইলের পরিচালকদের ১০ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক:

সিকিউরিটিজ সংক্রান্ত আইন লঙ্ঘনের কারণে পুঁজিবাজারের তালিকাভুক্ত রিজেন্ট টেক্সটাইল মিলস লিমিটেডের প্রত্যেক পরিচালককে (স্বতন্ত্র ও মনোনীত পরিচালক বাদে) ২ লাখ টাকা করে মোট ১০ লাখ টাকা জরিমানা করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

গতকাল, মঙ্গলবার বিএসইসির ৭১৬তম কমিশন সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

রিজেন্ট টেক্সটাইল ৩০ জুন, ২০১৬ এবং ৩০ জুন, ২০১৭ সমাপ্ত অর্থবছরের আর্থিক বিবরণী প্রস্তুত না করায়, আর্থিক বিবরণীতে মিথ্যা ও ভুল তথ্য দেওয়ায় এবং চাহিতব্য তথ্য কমিশনে দাখিল না করায় কোম্পানিটি ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড আইন এবং সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অর্ডিন্যান্স, ১৯৬৯ এর সেকশন ১১(২) লঙ্ঘন করেছে।

উক্ত সিকিউরিটিজ আইন লঙ্ঘনের জন্য কমিশন কোম্পানিটির প্রত্যেক পরিচালককে (স্বতন্ত্র ও মনোনীত পরিচালক ব্যতিত) দুই লক্ষ টাকা করে জরিমানার সিদ্ধান্ত গ্রহণ করেছে। সূত্র: বিএসইসি।

এসএমজে/২৪/বা

Tagged