যাত্রীদের চলাচলে ভোগান্তি কমাতে আসছে গাজীপুর-ঢাকা বিশেষ ট্রেন

এসএমজে ডেস্ক:

আজ বেশ কিছুদিন যাবৎ চলাচলে ভোগান্তিতে রয়েছে অফিসগামী যাত্রীরা। বিশেষ করে চরম ভোগান্তিতে আছে গাজীপুর থেকে ঢাকায় অফিস করা যাত্রীরা।যাত্রীদের এ ভোগান্তি কমাতে আগামী ২০ জুন (রবিবার) থেকে গাজীপুর-ঢাকা রুটে চালু হচ্ছে বিশেষ ট্রেন সার্ভিস। গতকাল ১৬ জুন (বুধবার) রাতে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন- ‘গাজীপুর চৌরাস্তা থেকে এয়ারপোর্ট পর্যন্ত রাস্তাটিকে যানজটমুক্ত করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিআরটি প্রজেক্ট আমাদের উপহার হিসেবে দিয়েছেন কিন্তু ঠিকাদারদের ক্রমাগত দায়িত্বজ্ঞানহীনতার কারণে অনেক বছর ধরে ধীর গতিতে কাজ করায় মানুষের দুর্ভোগের কোনো সীমা নেই। বর্ষাকাল আসলে এই দুর্ভোগ কয়েকগুণ বৃদ্ধি পায়।’

তিনি আরো বলেন- ‘বিআরটি প্রজেক্টে দায়িত্ব পালনরত সচিব, পিডিসহ সবাইকে প্রায় প্রতিদিনই কয়েকবার করে ফোন করছি, যাতে টঙ্গী গাজীপুরবাসীসহ এই সড়ক দিয়ে যাতায়াতকারীদের দুর্ভোগের হাত থেকে দ্রুত রক্ষা করা যায়। সিটি করপোরেশন, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ, জেলা প্রশাসনসহ সবাই আন্তরিকভাবে চেষ্টা করছেন। তবে গাজীপুর-ঢাকাগামী সকল রাস্তার বিকল্প রাস্তায় একসাথে কাজ চলমান থাকায়, এই দুর্ভোগে পরছে যাত্রীরা। তবে এই দুর্ভোগের হাত থেকে যাত্রীদের রক্ষা করতে আগামী রবিবার থেকে গাজীপুর থেকে টঙ্গী হয়ে ঢাকা এবং ঢাকা থেকে টঙ্গী হয়ে গাজীপুর পর্যন্ত বিশেষ ট্রেন সার্ভিস চালু করার উদ্যোগ গ্রহণ করেছি।

এসএমজে/২৪/মি

Tagged