যখনই অনিয়ম তখনই ব্যবস্থা নেওয়া হোক

আমাদের দেশের পুঁজিবাজার নিয়ে ভাবতে গেলে প্রথমই যে প্রশ্নটি মাথায় আসে সেটি হচ্ছে, কার হাত কত বড়? কারণ অনেক সময়ই পুঁজিবাজারের চিত্র জটিল ধাঁধাঁর মধ্যে পাক খেতে থাকে। এই জটিলতা নিরসনে সরকার থেকে শুরু করে সংশ্লিষ্ট সংস্থার নানা ধরনের তৎপরতা চোখে পড়ে। এরপরও কিছু বিষয় সমাধান না হয়ে আরো জটিল রূপ ধারণ করে। বিশেষ করে পুঁজিবাজারে কারসাজি-অনিয়মকারীরা বারবারই ধরা-ছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে। এক্ষেত্রেই প্রশ্ন তৈরি হয় পুঁজিবাজার যারা চালায়, তাদের চেয়ে অনিয়মকারীদের হাত কি বেশি বড়? এটি যদি না হয় তাহলে পরিস্থিতি বদলাচ্ছে না কেনো। আমরা মনে করি বিদ্যমান যেসব আইন-কানুন রয়েছে, সেগুলোর উপযুক্ত প্রয়োগও হচ্ছে না। কখনো আবার কাল ক্ষেপণ হচ্ছে। দরকার যখন অনিয়ম তখনই ব্যবস্থা গ্রহণ। এক্ষেত্রে যত বিলম্ব হবে পরিস্থিতি ততই ঘোলাটে হবে। আর ঘোলাটে পরিস্থিতিতে কোনো ভালো সমাধান সম্ভব নয়।

পুঁজিবাজার নিয়ে নানা মুনির নানা মত থাকতে পারে। কিন্তু একটি বিষয় অন্তত স্বীকার করা প্রয়োজন, সেটি হচ্ছে অনিয়ম রোধ করতে না পারলে কোনো কিছুই কার্যকর করা সম্ভব নয়। আমরা আশা করছি সংশ্লিষ্টরা বিষয়টি ভেবে দেখবেন।

Tagged