মন্দা বাজারে টিকে থাকার কৌশল রপ্ত করতে হবে বিনিয়োগকারীদের

দীর্ঘ দিন ধরে দেশের পুঁজিবাজারে মন্দা চলছে। ধীরে ধীরে ক্ষুদ্র বিনিয়োগকারীদের ক্ষতি বাড়ছে। এসব বিনিয়োগকারীর মধ্যে অনেকেরই মন্দা বাজারে টিকে থাকার কৌশল জানা নেই। আবার অনেকে পুঁজিবাজার সম্পর্কে যথেষ্ট জ্ঞান অর্জন করেননি। এ কারণে প্রতিনিয়ত তাদের লোকসানের মধ্যে থাকতে হয়। এমনটি চলতে থাকলে একটা সময় গিয়ে পুঁজিবাজারের প্রতি দীর্ঘস্থায়ী অনাস্থা সৃষ্টি হয়। তারা অনেকে বাজার থেকে মুখ ফিরিয়ে নেন। অনেকে মনে করেন এটি হয়তো পুঁজিবাজারের কারণেই হয়েছে। এভাবে পুঁজিবাজার সম্পর্কে ভুল ধারণা হয় তাদের মধ্যে। এই ধারণা ভুল প্রমাণ করতে হয়ে বাজার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে এগিয়ে আসতে হবে। বিনিয়োগকারীদের শিক্ষিত ও সচেতন করে তুলতে হবে। যাতে তারা সব ধরনের বাজার পরিস্থিতিতে টিকে থাকতে পারেন।

আমরা বহুবার বলেছি, পুঁজিবাজার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো যেহেতু বিনিয়োগকারী দ্বারা লাভবান, তাই তাদেও দায় রয়েছে। সেই দায় থেকে তারা নানা ধরনের উদ্যোগ নিতে পারে বিনিয়োগ শিক্ষা বৃদ্ধির বিষয়ে। এটি করতে পারলে বাজারে দীর্ঘ মেয়াদি ইতিবাচক ধারা সৃষ্টি হবে। যার মধ্যে দিয়ে পুঁজিবাজার একটি শক্ত ভিত্তির উপর দাঁড়িয়ে যাবে।

Tagged