এসএমজে ডেস্ক
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ২৪ সেপ্টেম্বর মঙ্গলবার সর্বোচ্চ লেনদেন হওয়া ২০ কোম্পানির শীর্ষে রয়েছে চামড়া শিল্প খাতের কোম্পানি ফরচুন সুজ লিমিটেড। এ কোম্পানির মোট ১৯ কোটি ৭২ লাখ ৮৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এ সময় ৬৪ লাখ ৬৯ হাজার ৭৫টি শেয়ার ৩ হাজার ৮৮৪ বার হাতবদল হয়। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।
তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে গ্রামীণফোন লিমিটেড। কোম্পানিটির মোট ১৭ কোটি ১১ লাখ ৬৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ৪ লাখ ৭৮ হাজার ৭৪৬টি শেয়ার ১ হাজার ৯২৩ বার হাতবদল হয়।
তৃতীয় স্থানে রয়েছে বীকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড। এ কোম্পানির মোট ১২ কোটি ২৪ লাখ ২৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়। কোম্পানির ৪৪ লাখ ৬ হাজার ৮০৪টি শেয়ার ১ হাজার ১৪১ বার হাতবদল হয়।
তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে সোনার বাংলা ইন্স্যুরেন্সের ১১ কোটি ৫০ লাখ ৯২ হাজার, ন্যাশনাল টিউবস্ লিমিটেডের ১১ কোটি ২৩ লাখ ২৬ হাজার, স্কয়ার ফার্মাসিউটিক্যালসের ১০ কোটি ৪৪ লাখ ৩৪ হাজার, মুন্নু জুট স্টাফলারস্ লিমিটেডের ১০ কোটি ২০ লাখ ৬৮ হাজার, সামিট পাওয়ার লিমিটেডের ৮ কোটি ৯৭ লাখ ৩৮ হাজার, ন্যাশনাল পলিমারের ৭ কোটি ৫৯ লাখ ২৪ হাজার, ভিএফএস থ্রেড ডাইংয়ের ৭ কোটি ৪৫ লাখ ৮৫ হাজার, ইউনাইটেড পাওয়ার জেনারেশন এন্ড ডিস্টিবিউশন কোম্পানির ৭ কোটি ২৮ লাখ ২৫ হাজার, বেক্সিমকো ফার্মাসিউটিকালস্রে ৬ কোটি ৬০ লাখ ৫৫ হাজার, গ্লোবাল ইন্স্যুরেন্সের ৬ কোটি ৫২ লাখ ৩২ হাজার, জেএমআই সিরিঞ্জ এন্ড মেডিকেল ডিভাইসের ৬ কোটি ৪৫ লাখ ৪৫ হাজার, রূপালী ইন্স্যুরেন্সের ৫ কোটি ৭৭ লাখ ২৫ হাজার, ঢাকা ইন্স্যুরেন্সের ৫ কোটি ২৩ লাখ ৩৭ হাজার, ওয়াটা কেমিক্যাল কোম্পানির ৫ কোটি ৩ লাখ ৪৫ হাজার, প্রভাতী ইন্স্যুরেন্সের ৫ কোটি ২ লাখ ৩৪ হাজার, ব্র্যাক ব্যাংকের ৫ কোটি ২ লাখ ২৪ হাজার, মুন্নু সিরামিক লিমিটেডের ৪ কোটি ৮১ লাখ ২৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়।
এসএমজে/২৪/বা
ব্রেকিং নিউজ :