ভিত্তি পয়েন্টের নিচে সূচক: কী ভাবছেন নীতিনির্ধারকরা?

পুঁজিবাজারের পতন এখন দৈনন্দিন বিষয় হয়ে দাঁড়িয়েছে। দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক ভিত্তি পয়েন্টে নিচে নেমে এসেছে। গতকাল মঙ্গলবার সূচকটি ৮৭ পয়েন্ট কমে ৪ হাজার ৩৬ পয়েন্টে নেমে আসে।  ২০১৩ সালের জানুয়ারি মাসে ডিএসইএক্স ও ডিএস৩০ সূচক চালু হয়। ওই সময় ডিএসইএক্স সূচকের ভিত্তি পয়েন্ট ছিল ৪ হাজার ৫৫। আর ডিএস৩০ ছিল ১ হাজার ৪৬০ পয়েন্ট। এছাড়াও গত এক বছরের ব্যবধানে ডিএসই বাজার মূলধন কমেছে এক লাখ কোটি টাকা। এই অবস্থায় নীতিনির্ধারণী মহল কী ভাবছেন এটিই এখন সব চেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন।

এদিকে বাজার বিশ্লেষকেরা বলছেন, বিনিয়োগকারীদের আস্থাহীনতাই পতনের মূল কারণ। সরকারের নানা আশ্বাসে ভরসা পাচ্ছেন না বিনিয়োগকারীরা। এই কথা যদি ধরে নেই, তাহলে আরেকটি প্রশ্ন সামনে চলে আসে। সেটি হচ্ছে, এমন অবস্থা কেনো তৈরি হলো? এর জন্য কি সংশ্লিষ্ট সংস্থাগুলোর কোনো দায় নেই! বিনিয়োগকারীদের আস্থা এবং ভরসা না থাকলে তারা বাজারে সক্রিয় হবেন কীভাবে? তাছাড়াও এই অবস্থাতো দিন-সপ্তাহ-মাস নয়, বছরের পর বছর চলছে। তাই বাজারের চলমান সংকটের জন্য কেবল বিনিয়োগকারীদের অনাস্থাকেই দায়ী করা সমীচিন হবে না। বাজার কর্তৃপক্ষ, নিয়ন্ত্রক সংস্থাসহ নীতিনির্ধারকদেরও দায় রয়েছে বলেই আমাদের ধারণা।

Tagged