ভালো শেয়ারে বিনিয়োগের বিকল্প নেই

নিজে নিজে পুঁজিবাজারে বিনিয়োগের সিদ্ধান্ত নিতে হলে প্রথম দিকে ঝুঁকি এড়ানোর চেষ্টা থাকতে হবে।  শুরুতে কোনোভাবেই সঞ্চিত অর্থের পুরোটা বিনিয়োগ ঠিক নয়।। সাধারণভাবে বিনিয়োগের ক্ষেত্রে সঞ্চয়ের সর্বোচ্চ ৫০-৬০ শতাংশ বিনিয়োগ করা যেতে পারে। আবার যারা অবসরভোগী বা যাদের বয়স বেশি, তাদের কোনোভাবেই সঞ্চয়ের ৩০-৪০ শতাংশের বেশি বিনিয়োগ করা উচিত হবে না। আবার বাজারে বিনিয়োগ করা অর্থের অর্ধেক বিনিয়োগ করতে হবে ভালো মৌলভিত্তির শেয়ারে। যেখানে বছর শেষে ২০ শতাংশের বেশি লভ্যাংশ পাওয়ার নিশ্চয়তা রয়েছে।

মৌলভিত্তির শেয়ারে বিনিয়োগ করলে দ্রুত না হলেও দীর্ঘ মেয়াদে মুনাফার সম্ভাবনা বেশি। এটি বিনিয়োগঝুঁকিও কমিয়ে আনে। এ কারণেই ভালো শেয়ারে বিনিয়োগের বিকল্প নেই। পুঁজিবাজারে এটি এক ধরনের নিয়মই বলা চলে। অনেক সময় মৌলভিত্তির শেয়ারেরও দর কমে। এতে আতঙ্কিত হয়ে শেয়ার না ছেড়ে সময় নেওয়া উচিত। তা হলে মুনাফার সম্ভাবনা থাকে। হ্যাঁ কোনো কোনো ক্ষেত্রে দ্রুত বেচা-কেনার প্রয়োজন হতে পারে। সেটি করার ক্ষেত্রে নিজের দক্ষতা যোগ্যতার বিষয়টিই মূলত নিয়ামক। তাই কিছু ঝুঁকি নেওয়াটা কখনো কখনো লাভজনকও হতে পারে। সবকিছুই নির্ভর করে বিনিয়োগকারীর বিচক্ষণতার ওপর।

Tagged