ভালো শেয়ারের ভালো দরই প্রত্যাশিত

খাদ্যে ভেজাল, সেবায় ভেজাল, শিক্ষায় ভেজাল। দেশে এতো ভেজালের খবরে চাপা পড়ে যায় নির্ভেজাল বা ভালো কিছুর খবর। এ সময় কতিপয় সুযোগ সন্ধানী স্বার্থ হাসিল করে নেয়। এতে মানুষের বিভ্রান্তি বাড়ে, ক্ষতি বাড়ে। সম্প্রতি দেশের পুঁজিবাজারে এমন ঘটনা চোখে পড়ছে। দেখা যায়, অনেক মৌলভিত্তির ভালো কোম্পানির শেয়ারের দরে মন্দা যাচ্ছে। অন্যদিকে আর্থিকভাবে দুর্বল কোম্পানির শেয়ার দর তরতর করে বেড়ে যাচ্ছে। উৎপাদনে নেই, বন্ধ রয়েছে এমন কোম্পানির শেয়ার দরও বেড়ে যাচ্ছে। এর কারণ কী? নিশ্চয় কারণ রয়েছে। অকারণে কিছুই ঘটে না। এর মাধ্যমে কারা লাভবান হচ্ছে সেটি খুঁজে বের করতে পারলে সব রহস্য উন্মোচন সম্ভব।

পুঁজিবাজারের বর্তমান অবস্থায় সাধারণ বিনিয়োগকারীরা হতাশাগ্রস্ত। দীর্ঘ দরপতনে তাদের সবকিছু গেছে। এমন সময় কারসাজি করে দুর্বল কোম্পানির শেয়ার দর বাড়িয়ে তাদেরকে ফাঁদে ফেলা হচ্ছে। অন্য দিকে ভালো মৌলভিত্তির কোম্পানির শেয়ারের দর পতন হলে বিনিয়োগকারীরা বিভ্রান্ত হন। তারা অনেক সময় বুঝতে পারেন না কী করা উচিৎ। এ সময় অনেক বিনিয়োগকারী ভুল করে বসেন। তারা দুর্বল শেয়ারে বিনিয়োগ করেন। এতে কেবল বিনিয়োগকারীদেরই ক্ষতি হয় না, দীর্ঘ মেয়াদে পুঁজিবাজারও ক্ষতিগ্রস্ত হয়। বিষয়টি আমলে নিয়ে এখনই পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা এবং কর্তৃপক্ষের ব্যবস্থা নেয়া জরুরি।

Tagged