ভালো শেয়ারের দরপতন বাজারকে প্রশ্নবিদ্ধ করে

পুঁজিবাজারে তালিকাভুক্ত সবচেয়ে ভালো কোম্পানিতে বিনিয়োগ করেও দিশেহারা অবস্থা বিনিয়োগকারীদের কারণ, আগ্রাসী দরপতন থেকে বাদ যাচ্ছে না ভালো কোম্পানির শেয়ারও। দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) এসব কোম্পানির শেয়ারের দামও বাছ-বিছার ছাড়াই কমে যাচ্ছে এতে ডিএসইতে তালিকাভুক্ত কোম্পানিগুলোর মধ্য থেকে সবচেয়ে ভালো মানের বাছাই করা ৩০ কোম্পানি নিয়ে গঠিত ডিএস৩০ সূচক প্রায় অর্ধযুগ আগের অবস্থানে ফিরে গেছে

ডিএসইর ওয়েবসাইটের তথ্য অনুযায়ী গত সপ্তাহের ডিএস৩০ সূচকটি সর্বিনিম্ন হাজার ৪৯৯ পয়েন্টে নেমে আসে। এটি প্রায় ছয় বছরের মধ্যে সর্বনিম্ন। এর আগে সর্বশেষ ২০১৪ সালের জানুয়ারি সূচক হাজার ৪৭৮ পয়েন্টের সর্বনিম্ন অবস্থানে ছিল। চলতি বছরের পুরোটা সময়ে টানা দরপতনের ফলে সূচক সবচেয়ে বেশি পেছনের দিকে ফিরে গেছে

এটি ভালো লক্ষণ নয়। কারণ অনেক বিনিয়োগকারী এসব শেয়ারে দীর্ঘ মেয়াদি বিনিয়োগ করে থাকেন। ফলে যৌক্তিক কারণ ছাড়া ভালো শেয়াররের দরপতন বাজারকে প্রশ্নবিদ্ধ করে। বিষয়টি মোটেও পুঁজিবাজারের জন্য ভালো খবর নয়। এতে বিনিয়োগকারীরা ভুল বার্তা পাওয়ার আশঙ্কা থাকে।

Tagged