পুঁজিবাজার যাদুর বাক্স নয়

হিসাব-নিকাশের ওপর অনেকাংশে নির্ভর করে পুঁজিবাজারে সাফল্য-ব্যর্থতা। এই হিসাবের খেলা যতটা ভালো বোঝা যাবে ততটাই আসবে বিনিয়োগ সাফল্য। তবে মনে রাখতে হবে পুঁজিবাজার যাদুর বাক্স নয়। এখানে কোম্পানির তথ্য-উপাত্ত বিশ্লেষণে পাদর্শিতা থাকা প্রয়োজন। এই পারদর্শিতার জন্য অভিজ্ঞতা ও বুদ্ধিমত্তার সমন্বয় দরকার। একই সঙ্গে মনে রাখা প্রয়োজন নিয়মিত অস্বাভাবিক আচরণ পুঁজিবাজারে এক ধরনের ভৌতিকতা ছড়িয়ে দেয়। তখন বিনিয়োগকারীদের মধ্যে এক প্রকার যাদুবিশ্বাস তৈরি হয়। এটি পুঁজিবাজারের ঝুঁকি বাড়িয়ে দেয়। অকারণে অনেক বিনিয়োগকারী শেয়ার কেনা-বেচায় তাড়াহুড়া করেন। এভাবে শুরু হয় বিপদ।

অনেক সুযোগসন্ধানী খেলোয়াড় পুঁজিবাজারে সক্রিয় থাকে। তাদের উদ্দেশ্য সাধারণ বিনিয়োগকারীদের বিভ্রান্ত করে অতি মুনফা হাতিয়ে নেওয়া। এর জন্য তারা বাজারে নানা ধরনের গুজব ছড়িয়ে থাকে। তখন বাজার অস্থির হয়ে পড়ে। এই পরিস্থিতি এড়ানোর জন্য বিনিয়োগকারীদের সতর্ক থাকার পাশাপাশি কর্তৃপক্ষকেও সক্রিয় থাকতে হবে। অযৌক্তিকভাবে কোনো খাতের কোম্পানির শেয়ারের দর বাড়া কাম্য নয়। এমন ধরনের পরিস্থিতি দেখা দিলে সংশ্লিষ্ট সকলকে সতর্ক থাকতে হবে। তা না হলে বাজারে বড় ধরনের বিপর্যয়ের আশঙ্কা থাকে।

Tagged