বড় উত্থানে যেন বড় ঝুঁকি না বাড়ে পুঁজিবাজারে

পুঁজিবাজারে গতকাল বড় উত্থানে লেনদেন শেষ হয়েছে। রোববার সপ্তাহের প্রথম কার্যদিবসে লেনদেন শেষে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ২১৬ পয়েন্ট। সবচেয়ে বেশি মূল্যবৃদ্ধি হয়েছে বেক্সিমকো লিমিটেড ও বেক্সিমকো ফার্মার শেয়ারের। লেনদেনের একপর্যায়ে বিক্রেতাশূন্য হয়ে পড়ে এই দুই শেয়ারের দর। মূলত অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকার অনুমোদনের খবরে বেক্সিমকো লিমিটেড ও বেক্সিমকো ফার্মার শেয়ারের সর্বোচ্চ মূল্যবৃদ্ধি হয় বলে সংশ্লিষ্টদের ধারণা। গত বুধবার করোনার টিকা অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা ব্যবহারের জন্য অনুমোদন দেয় যুক্তরাজ্য। এরপর গত শুক্রবার ওই টিকা ব্যবহারের অনুমোদন দেয় ভারতের ওষুধ নিয়ন্ত্রক কর্তৃপক্ষ। এর আগে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার তিন কোটি ডোজ করোনাভাইরাসের টিকা কিনতে সেরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়া এবং বাংলাদেশের বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সঙ্গে চুক্তি করে সরকার। তাই এই অনুমোদনের খবরে বেক্সিমকোর শেয়ারের ব্যাপক মূল্যবৃদ্ধি হয়েছে বলে ধারণ করা হচ্ছে। এ দিন মোট লেনদেন হয়েছে ১ হাজার ৯২৫ কোটি ৭৭ লাখ টাকার। আগের কার্যদিবসে লেনদেনের পরিমাণ ছিল ১ হাজার ৫৪৩ কোটি ২৭ লাখ টাকা।

বছরের প্রথম দিন পুঁজিবাজারে সূচক ও লেনদেনের বড় উত্থান অবশ্যই ইতিবাচক। তবে বড় উত্থান যেন পুঁজিবাজারে বড় ঝুঁকি না বাড়ায়। এ জন্য সংশ্লিষ্টদের সজাগ থাকতে হবে। কোনো ধরনের হুজুগ কিংবা গুজবের কবলে যেনো বিনিয়োগকারীরা না পড়েন, সেটি নিশ্চিত হওয়া প্রয়োজন।

Tagged