ব্লক মার্কেটে ৪৬ কোম্পানির লেনদেন ৭৭ কোটি টাকা

এসএমজে ডেস্ক:

সপ্তাহের শেষ কার্যদিবস আজ ৬ মে (বৃহস্পতিবার) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৪৬কোম্পানির মোট লেনদেন হয়েছে ৭৭ কোটি ৭৬ লাখ ৩৪ হাজার টাকা।

ব্লক মার্কেটে লেনদেনের প্রথম স্থানে রয়েছে প্রভাতী ইন্স্যুরেন্স লিমিটেড। কোম্পানিটির মোট ১১ কোটি ৬৩ লাখ ২৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ব্লক মার্কেটে লেনদেনের দ্বিতীয় স্থানে রয়েছে ন্যাশনাল ফীড মিলস লিমিটেড। কোম্পানিটির মোট ১০ কোটি ৮২ লাখ টাকার ৬০ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ব্লকে লেনদেনে তৃতীয় স্থানে থাকা প্যারামাউন্ট ইনস্যুরেন্সের মোট লেনদেন হয়েছে ৭ কোটি ২৪ লাখ ৫৬ হাজার টাকা।

ব্লক মার্কেটে লেনদেন হওয়া অন্যান্য কোম্পানিগুলো হল- এডিএন টেলিকম,ব্রিটিশ আমেরিকান টোবাকো,বিবিএস ক্যাসলস,বিডি থাই, বার্জার পেইন্টস,বেক্সিমকো, ন্যাশনাল ইন্স্যুরেন্স,ব্র্যাক ব্যাংক.বাংলাদেশ শিপিং কর্পোরেশন,সিটি জেনারেল ইন্স্যুরেন্স,কনফিডেন্ট সিমেন্ট,ঢাকা ডাইং,ডেসকো,ঢাকা ইন্স্যুরেন্স,ইস্টার্ন ইন্স্যুরেন্স,ইস্টার্ন লুব্রিকেন্ট,ই-জেনারেশন,এক্সপ্রেস ইন্স্যুরেন্স,জিবিবি পাওয়ার,জেনেক্স ইনফোসিস,গ্রামীণ ফোন,জিপিএইচ ইস্পাত,ইনডেক্স এগ্রো,কহিনূর কেমিক্যাল,লংকা বাংলা ফাইন্যান্স,এল আর গ্লোবাল বাংলাদেশ মিউচুয়াল ফান্ড ওয়ান,মেঘনা লাইফ ইন্স্যুরেন্স,মিরাকেল ইন্ডাস্ট্রিজ,ন্যাশনাল ব্যাংক,এনআরবিসি ব্যাংক,ওরিয়ন ইনফিউশন,প্রাইম ইন্স্যুরেন্স,আরএকে সিরামিক,আরডি ফুডস, রিপাবলিক ইন্স্যুরেন্স,রুপালি লাইফ ইন্স্যুরেন্স,সমতা লেদার,শাহ-জালাল ইসলামি ব্যাংক,সিলকো ফার্মাসিউটিক্যালস,স্কয়ার ফার্মাসিউটিক্যালস,এসএসস্টিল,স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স ও ইউসিবি ব্যাংক লিমিটেড। সূত্র: ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)

এসএমজে/২৪/ মি

Tagged