এসএমজে ডেস্ক:
সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেট ৪১ কোম্পানির মোট ২ কোটি ৮ লাখ ৭৯ হাজার ৭২৩টি শেয়ারের লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৯৯ কোটি ৮৬ লাখ ৭৮ হাজার টাকা।
ব্লক মার্কেটে লেনদেনের প্রথম স্থানে রয়েছে বেক্সিমকো। কোম্পানির মোট ৭২ কোটি ৮৮ লাখ ৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
লেনদেনের দ্বিতীয় স্থানে রয়েছে এস.এস স্টীল। কোম্পানির মোট ৫ কোটি ২ লাখ ৩১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ব্লকে লেনদেনের তৃতীয় স্থানে থাকা ইস্টার্ণ ক্যাবলস কোম্পানিটির মোট ৩ কোটি ১৯ লাখ ৫২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ব্লকমার্কেটে লেনদেনের হওয়া অন্যান্য কোম্পানিগুলো হলো:- আমান কটন, এডিএন টেলিকম, এডভেন্ট ফার্মা, বারাকা পাওয়ার, ব্রিটিশ আমেরিকান, বিডি ফাইন্যান্স, বিডি থাই এ্যালুমিনিয়াম, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স, বাংলাদেশ সাবমেরিন ক্যাবল, বেক্সিমকো ফার্মা, ডেল্টা ব্র্যাক, ফাইন ফুডস, ফার্স্ট ব্যাংক, গ্রামীণফোন, গ্রীনডেল্টা মিউচ্যুয়াল ফান্ড, ইন্দো-বাংলা ফার্মা, আইডিএলসি, আইএফআইসি ফার্স্ট মিউচ্যুয়াল, জেএমআই সিরিঞ্জ, খান ব্রাদার্স, লংকা বাংলা ফাইন্যান্স, লাফার্জ হোলসিম, মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক, ন্যাশনাল ক্রেডিট কমার্স ব্যাংক, নিটল ইন্স্যুরেন্স, নুরানী ডাইং, ওরিয়ন ফার্মা, পিপলস লিজিং, প্রগ্রেসিভ লাইভ, প্রভাতী ইন্স্যুরেন্স, প্যারামাউন্ট টেক্সটাইল, রিং সাইন, রবি, এসকে ট্রিমস, সোনারবাংলা ইন্স্যুরেন্স, স্টাইল ক্রাফট, ট্রাস্ট ব্যাংক এবং ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
সূত্র: ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)
এসএমজে/২৪/রা