ব্লক মার্কেটে ৩০ কোম্পানির লেনদেন ৬৬ কোটি টাকা

এসএমজে ডেস্ক:

সপ্তাহের চতুর্থ কার্যদিবস আজ বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ৩০ কোম্পানির মোট  ৩৫ লাখ ৪৫ হাজার ৪৬৫টি শেয়ারের লেনদেন হয়েছে, যার আর্থিক মূল্য ৬৬ কোটি ৭১ লাখ ৬১ হাজার টাকা।

ব্লক মার্কেটে লেনদেনের প্রথম স্থানে রয়েছে ইউনিলিভার। কোম্পানিটির মোট ৩০ কোটি ১০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

লেনদেনের দ্বিতীয় স্থানে রয়েছে ব্রিটিশ আমেরিক্যান টোবাকো। কোম্পানিটির মোট ২২ কোটি  ৪০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ব্লকে লেনদেনের তৃতীয় স্থানে থাকা গ্রামীনফোনের মোট ৩ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ব্লক মার্কেটে লেনদেন হওয়া অন্যান্য কোম্পানিগুলো হলো:- এ্যাপেক্স স্পিনিং, ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক, সিভিও পেট্টো কেমিক্যাল, ডেল্টা ব্র্যাক, ফাইন ফুডস, ফুয়াং ফুডস, জেনেক্স ইনফোসিস, ইন্ডো-বাংলা ফার্মা, ইফাদ অটোস, ইনফর্মেশন সার্ভিসেস, কহিনুর কেমিক্যাল, লুব-রেফ বাংলাদেশ, ন্যাশনাল পলিমার, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, প্যারামাউন্ট টেক্সটাইল, রহিম টেক্সটাইল, রিপাবলিক, রবি, সমতা লেদার, সী-পার্ল বীচ, সিমটেক্স, সিঙ্গার বিডি, এসকে ট্রিমস, স্কয়ার ফার্মা, এস.এস স্টিল এবং স্টাইল ক্রাফট লিমিটেড।

সূত্র: ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)

এসএমজে/২৪/রা

Tagged