এসএমজে ডেস্ক:
সপ্তাহের তৃতীয় কার্যদিবস আজ মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ৩০ কোম্পানির মোট লেনদেন হয়েছে, যার আর্থিক মূল্য ৩১ কোটি ১৭ লাখ ৯৮ হাজার টাকা।
ব্লক মার্কেটে লেনদেনের প্রথম স্থানে রয়েছে প্রভাতী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। কোম্পানিটির মোট ১০ কোটি ৭৬ লাখ ৬৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
লেনদেনের দ্বিতীয় স্থানে রয়েছে ব্রিটিশ এ্যামেরিকান টোবাকো বাংলাদেশ কোম্পানি লিমিটেড। কোম্পানিটির মোট ৪ কোটি ১৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ব্লকে লেনদেনের তৃতীয় স্থানে থাকা এশিয়া ইনসউ্যরেন্স লিমিটেডের মোট ৩ কোটি ৯৮ লাখ ৫৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ব্লক মার্কেটে লেনদেন হওয়া অন্যান্য কোম্পানিগুলো হলো:- আমান কটন ফাইবার্স,এ্যাডভেন্ট ফার্মা, ব্যাংক এশিয়া, ব্র্যাক ব্যাংক, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, ডেলটা ব্র্যাক হাউজিং ফাইন্যান্স কর্পোরেশন,ইস্টার্ণ ইন্স্যুরেন্স কোম্পানি, ফাইন ফুডস, জিকিউ বলপেন ইন্ডাস্ট্রিজ, এইচ.আর. টেক্সটাইল, ইসলামী ইন্স্যুরেন্স বাংলাদেশ, খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং, ম্যাকসনস স্পিনিং মিলস, মেরিকো বাংলাদেশ, এনসিসি ব্যাংক, ন্যাশনাল ফিড মিল, পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, রেনাটা, রিপাবলিক ইন্স্যুরেন্স কোম্পানি, রুপালি ইন্স্যুরেন্স কোম্পানি, সায়হাম কটন মিলস, সী পার্ল বীচ রিসোর্ট অ্যান্ড স্পা, এসকে ট্রিমস, স্ট্যান্ডার্ড সিরামিক ইন্ডাস্ট্রিজ এবং ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।
সূত্র: ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)
এসএমজে/২৪/ঝি