ব্লক মার্কেটে ২৮ কোম্পানির লেনদেন ১৬ কোটি টাকা

এসএমজে ডেস্ক:

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ২৮ কোম্পানির মোট ২৬ লাখ ৪ হাজার ৯৮৮ টি শেয়ারের লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ১৬ কোটি ৬ লাখ ৬৫ হাজার টাকা।

ব্লক মার্কেটে লেনদেনের প্রথম স্থানে রয়েছে রেনেটা লিমিটেড। কোম্পানির মোট ৪ কোটি ৯৬ লাখ ২০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

লেনদেনের দ্বিতীয় স্থানে রয়েছে এসকে ট্রিমস। কোম্পানির মোট ৩ কোটি ৯ লাখ ৮১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ব্লকে লেনদেনের তৃতীয় স্থানে থাকা ব্র্যাক ব্যাংকের মোট ১ কোটি  ৪০ লাখ ৪৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ব্লকমার্কেটে লেনদেন করা অন্যান্ন কোম্পানিগুলো হলো:- এবি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড, এ্যাপোলো ইস্পাত, এশিয়া প্যাসেফিক ইন্স্যুরেন্স, বিডি থাই এ্যালুমিনিয়াম, বার্জার পেইন্টস, ডেলটা ব্র্যাক হাউজিং, ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স, ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ড, জেনেক্স ইনফোসিস, জিএসপি ফাইন্যান্স, খুলনা পাওয়ার কোম্পানি, মার্কেন্টাইল ইন্স্যুরেন্স, এমএল ডায়িং, ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স, দ্যা পেনিনসুলা চিটাগাং, পপুলার লাইফ ইন্স্যুরেন্স, প্রাইম লাইফ ইন্স্যুরেন্স, প্যারামাউন্ট টেক্সটাইল, রিপাবলিক ইন্স্যুরেন্স, রুপালী লাইফ ইন্স্যুরেন্স, সাইহাম কটন, সাইহাম টেক্সটাইল, সি-পার্ল বিচ, সুরিদ ইন্ডাসট্রিজ এবং স্ট্যান্ডার্ড সিরামিক ইন্ডাসট্রিজ লিমিটেড।

সূত্র: ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)

এসএমজে/২৪/তা

Tagged