ব্লক মার্কেটে ২৫ কোম্পানির লেনদেন ৩২ কোটি টাকা

এসএমজে ডেস্ক:

সপ্তাহের তৃতীয় কার্যদিবস আজ মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেট ২৫ কোম্পানির মোট ৭৬ লাখ ৭৬ হাজার ৫৬৭ টি শেয়ারের লেনদেন হয়েছে, যার আর্থিক মূল্য ৩২ কোটি ২৮ লাখ ৩০ হাজার টাকা।

ব্লক মার্কেটে লেনদেনের প্রথম স্থানে রয়েছে ব্রিটিশ আমেরিকান টোবাকো বাংলাদেশ কোম্পানি লিমিটেড। কোম্পানিটির মোট ১০ কোটি ৫৫ লাখ ৯হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

লেনদেনের দ্বিতীয় স্থানে রয়েছে ট্রাস্ট ব্যাংক। কোম্পানিটির মোট ৬ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ব্লক মার্কেটে লেনদেনের তৃতীয় স্থানে থাকা সিঙ্গার বাংলাদেশ লিমিটেডের মোট ২ কোটি ৮৫ লাখ ৬৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ব্লক মার্কেটে লেনদেন হওয়া অন্যান্য কোম্পানিগুলো হল: এডভেন্ট ফার্মা, ব্যাংক এশিয়া, বাংলাদেশ ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্ট কোম্পানি, বিকন ফার্মাসিউটিক্যালস, ব্র্যাক ব্যাংক, ডেলটা ব্র্যাক হাউজিং ফাইন্যান্স কর্পোরেশন, ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস, জেনিক্স ইনফোসিস, আইডিএলসি ফাইন্যান্স, আইএফআইসি ব্যাংক, ইনটেক, মালেক স্পিনিং মিলস, এনসিসি ব্যাংক, পাইওনিয়ার ইন্স্যুরেন্স কোম্পানি, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, রিপাবলিক ইন্স্যুরেন্স কোম্পানি, সায়হাম কটন মিলস, সায়হাম টেক্সটাইল মিলস, সামিট এল্যায়েন্স পোর্ট, সী পার্ল বীচ রিসোর্ট অ্যান্ড স্পা, এসকে ট্রিমস এবং ইয়াকিন পলিমার লিমিটেড। সূত্র: ঢাকা স্টক এক্সচেঞ্জ(ডিএসই)

এসএমজে/২৪/ঝি

Tagged