ব্লক মার্কেটে ১৮ কোম্পানির লেনদেন ৬৪ কোটি টাকা

এসএমজে ডেস্ক:

সপ্তাহের তৃতীয় কার্যদিবস আজ বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ১৮ কোম্পানির মোট ২৫ লাখ ৮৮ হাজার ৭৪৬টি শেয়ারের লেনদেন হয়েছে, যার আর্থিক মূল্য ৬৪ কোটি ৬৬ লাখ ৯৬ হাজার টাকা।

ব্লক মার্কেটে লেনদেনের প্রথম স্থানে রয়েছে ইউনিলিভার কনজুমার। কোম্পানিটির মোট ২৯ কোটি ৪০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

লেনদেনের দ্বিতীয় স্থানে রয়েছে ব্রিটিশ আমেরিক্যান টোবাকো। কোম্পানিটির মোট ২৬ কোটি ৬২ লাখ ৮৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ব্লকে লেনদেনের তৃতীয় স্থানে থাকা ব্র্যাক ব্যাংকের মোট ৪ কোটি ৯৪ লাখ ৭১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ব্লক মার্কেটে লেনদেন হওয়া অন্যান্য কোম্পানিগুলো হলো:- আমান কটন, বীকন ফার্মা, বেক্সিমকো, সেন্ট্রাল ইন্স্যুরেন্স, ডেল্টা ব্র্যাক, জিবিবি পাওয়ার, জেনেক্স ইনফোসিস, গ্রামীনফোন, কহিনুর কেমিক্যাল, খুলনা পাওয়ার, পিপলস লিজিং, রবি, সমতা লেদার, সিমটেক্স এবং ওয়েস্টার্ণ মেরিন সীপইয়ার্ড লিমিটেড।

সূত্র: ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)

এসএমজে/২৪/রা

Tagged