এসএমজে ডেস্ক:
সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেট ১৭ কোম্পানির মোট ১৫ লাখ ৪২ হাজার ৭৩৯টি শেয়ারের লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৬ কোটি ৭৬ লাখ ২৩ হাজার টাকা।
ব্লক মার্কেটে লেনদেনের প্রথম স্থানে রয়েছে এসকে ট্রিমস। কোম্পানির মোট ১ কোটি ২২ লাখ ৬৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ব্লকে লেনদেনের দ্বিতীয় স্থানে বারাকা পাওয়ার ৯৯ লাখ ৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
লেনদেনের তৃতীয় স্থানে রয়েছে বার্জার পেইন্ট বাংলাদেশ। কোম্পানির মোট ৯৭ লাখ ৫৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ব্লকে লেনদেনের বিবরণ-
কোম্পানির নাম | লেনদেনের পরিমাণ | কোম্পানির নাম | লেনদেনের পরিমাণ |
এসকে ট্রিমস | ১ কোটি ২২ লাখ ৬৯ হাজার | ব্যাংক এশিয়া | ২৯ লাখ ২৪ হাজার |
বারাকা পাওয়ার | ৯৯ লাখ ৫ হাজার | ফেডারেল ইন্স্যুরেন্স | ১৫ লাখ ৮৬ হাজার |
বার্জার পেইন্ট বাংলাদেশ | ৯৭ লাখ ৫৭ হাজার | ওরিয়ন ফার্মা | ১২ লাখ ৭৮ হাজার |
কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স | ৫৫ লাখ ৪০ হাজার | পাইওনিয়ার ইন্স্যুরেন্স | ৯ লাখ ৯২ হাজার |
ব্র্যাক ব্যাংক | ৫৪ লাখ ১০ হাজার | ভ্যানগার্ড এএমএল বিডি ফাইন্যান্স মিউচ্যুয়াল ফান্ড ওয়ান | ৮ লাখ ৪০ হাজার |
ডেল্টা ব্র্যাক হাউজিং | ৪৫ লাখ | ব্রিটিশ অ্যামেরিকান টোবাকো বাংলাদেশ | ৬ লাখ ২৪ হাজার |
পপুলার লাইফ | ৪০ লাখ ৬০ হাজার | পূরবী জেনারেল ইন্স্যুরেন্স | ৫ লাখ ২ হাজার |
লংকা বাংলা ফাইন্যান্স | ৩৪ লাখ ৮৮ হাজার | সী পার্ল বিচ রিসোর্ট | ৫ লাখ ১ হাজার |
এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স | ৩৪ লাখ ৪৮ হাজার |
সূত্র: ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)
এসএমজে/২৪/রা