এসএমজে ডেস্ক:
সপ্তাহের তৃতীয কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেট ১৭ কোম্পানির মোট ৫৯ লাখ ১০ হাজার ৯৫৩টি শেয়ারের লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ১৮ কোটি ৩৩ লাখ ৪ হাজার টাকা।
ব্লক মার্কেটে লেনদেনের প্রথম স্থানে রয়েছে ব্যাংক এশিয়া। কোম্পানির মোট ৬ কোটি ৯৭ লাখ ৫৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
লেনদেনের দ্বিতীয় স্থানে রয়েছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস। কোম্পানির মোট ৬ কোটি ৫২ লাখ ৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ব্লকে লেনদেনের তৃতীয় স্থানে থাকা এমএল ডাইংয়ের মোট ১ কোটি ৪৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ব্লকে লেনদেনের বিবরণ-
কোম্পানির নাম | লেনদেনের পরিমাণ | কোম্পানির নাম | লেনদেনের পরিমাণ |
ব্যাংক এশিয়া | ৬ কোটি ৯৭ লাখ ৫৭ হাজার | প্রিমিয়ার ব্যাংক | ১০ লাখ ৪০ হাজার |
স্কয়ার ফার্মাসিউটিক্যালস | ৬ কোটি ৫২ লাখ ৩ হাজার | গ্লোবাল ইন্স্যুরেন্স | ৭ লাখ ২৫ হাজার |
এমএল ডাইং | ১ কোটি ৪৭ লাখ | এমজেএল বাংলাদেশ | ৬ লাখ ৪৩ হাজার |
এ্যপেক্স টেনারি | ১ কোটি ৬ লাখ ৯০ হাজার | ইউনাইটেড পাওয়ার | ৬ লাখ ৩০ হাজার |
সুরিদ ইন্ডাস্ট্রিজ | ৯৯ লাখ ৮২ হাজার | মেঘনা পেট্রোলিয়াম | ৫ লাখ ১৩ হাজার |
সিঙ্গার বাংলাদেশ | ৩৫ লাখ ১ হাজার | সিনো বাংলা ইন্ডাস্ট্রিজ | ৫ লাখ ১ হাজার |
ডাচ্ বাংলা ব্যাংক | ১৭ লাখ ১২ হাজার | গ্রামীণফোন | ৫ লাখ |
স্টান্ডার্ড সিরামিকস | ১৫ লাখ ৫৫ হাজার | শাহ্জালাল ইসলামি ব্যাংক | ৫ লাখ |
সিটি ব্যাংক | ১১ লাখ ৫২ হাজার |
সূত্র: ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)
এসএমজে/২৪/মি