এসএমজে ডেস্ক:
সপ্তাহের তৃতীয় কাযদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ১৬ কোম্পানির মোট ৭৫ লাখ ১৩ হাজার ৮০০টি শেয়ার লেনদেন হয়েছে যার বাজারমূল্য ৩৫ কোটি ১৫ হাজার টাকা।
ব্লক মার্কেটের লেনদেনে শীর্ষে অবস্থান করছে বিকন ফার্মাসিটিক্যালস লিমিটেড। কোম্পানির মোট ২১ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
লেনদেনের দ্বিতীয় স্থানে রয়েছে জেনেক্স ইনফোসিস লিমিটেড। কোম্পানির মোট ৩ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে।
লেনদেনের তৃতীয় স্থানে থাকা পদ্মা অয়েল ২ কোটি ৭৬ লাখ ৪২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ব্লকে লেনেদেনের চিত্র তুলে ধরা হলো-
কোম্পানির নাম |
লেনদেনের পরিমাণ |
কোম্পানির নাম |
লেনদেনের পরিমাণ |
বিকন ফার্মাসিটিক্যালস | ২১ কোটি ৮৩ লাখ | কাট্টালি টেক্সটাইল | ৫৩ লাখ ৯৮ হাজার |
জেনেক্স ইনফোসিস | ৩ কোটি | সুহৃদ ইন্ডাস্ট্রিজ | ৫১ লাখ ৮০ হাজার |
পদ্মা অয়েল | ২ কোটি ৭৬ লাখ ৪২ হাজার | গোল্ডেন হারভেস্ট | ৪৭ লাখ ৯১ হাজার |
সেন্ট্রাল ফার্মা | ২ কোটি ৩৭ লাখ ৫ হাজার | ফাইন ফুডস | ২৫ লাখ ৫০ হাজার |
স্ট্যান্ডার্ড সিরামিক | ১ কোটি ১৭ লাখ ৭৯ হাজার | এনসিসি ব্যাংক | ৭ লাখ ৬৮ হাজার |
ডেফোডিল | ৬১ লাখ ৫৩ হাজার | আইসিবি ইম্পোলিয়েজ ফান্ড | ৭ লাখ |
ইয়াকিন পলিমার | ৬০ লাখ | প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স | ৬ লাখ ২৪ হাজার |
এসকে ট্রিমস | ৫৮ লাখ ৫৬ হাজার | মিরাকল ইন্ডাস্ট্রিজ | ৫ লাখ ৬৯ হাজার |
সূত্র: ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)
এসএমজে/২৪/বা