ব্লক মার্কেটে ১৫ কোম্পানির লেনদেন ২৬ কোটি টাকা

এসএমজে ডেস্ক :

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ১৫ কোম্পানির লেনদেন হয়েছে ২৬ কোটি ৬ লাখ ৮৪ হাজার টাকা।

কোম্পানিগুলোর  মধ্যে  সর্বোচ্চ লেনদেন হয়েছে আল-আরাফাহ ইসলাম ব্যাংকের শেয়ার। কোম্পানিটির মোট ৮ কোটি ৬৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়।

লেনদেনে  দ্বিতীয়  স্থানে রয়েছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস কোম্পানির মোট ৬ কোটি ৪ লাখ ৭৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়।

লেনদেনে  তৃতীয়  স্থানে রয়েছে  প্রাইম ইন্স্যুরেন্স। কোম্পানির মোট ৫ কোটি ৩৭ লাখ ৯০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়।

লেনদেনে তৃতীয় স্থানে রয়েছে মিউচুয়্যাল ট্রাস্ট ব্যাংক। কোম্পানিটির মোট ২ কোটি ৫৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়।

তাছাড়া, ব্লক মার্কেটে লেনদেন হওয়া অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে আমান ফিড ৮ লাখ ৬ হাজার, ব্যাংক এশিয়া ৮৪ লাখ ৮৭ হাজার, ব্র্র্যাক ব্যাংক ২৩ লাখ ৪৫ হাজার, সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালসের ৫ লাখ ৯৪ হাজার, ডাচ বাংলা ব্যাংকের ৭ লাখ ৯৩ হাজার, গোল্ডেন হার্ভেস্ট এগ্রো ইন্ডাস্ট্রিজের ১৬ লাখ ৪০ হাজার, প্রোগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্সের ৭ লাখ ৩৫ হাজার, প্যারামাউন্ট টেক্সটাইলের ৫৫ লাখ ৩৬ হাজার, কুইন সাউথ টেক্সটাইলের ৩৩ লাখ, সায়হাম টেক্সটাইলের ৭৬ লাখ ৬৭ হাজার, এসকে ট্রিমস অ্যান্ড ইন্ডাস্ট্রিজের ২৩ লাখ ১১ হাজার এবং মিউচুয়্যাল ট্রাস্ট ব্যাংকের মোট ২ কোটি ৫৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়।

সূত্র: ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)

এসএমজে/২৪/ঝি

Tagged